কলকাতা নারকোটিক্স বিভাগে সাব- ইন্সপেক্টর নিয়োগ, আবেদন করুন
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্মানীয় বিভাগের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে, অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনস্থ নারকোটিক্স বিভাগে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। কলকাতা সহ ভারতের বিভিন্ন শহর থেকে চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি ও কলকাতার চাকরিপ্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদনটি পড়ে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন।
☑ পদ: সাব-ইন্সপেক্টর
☑ শূন্য পদসংখ্যা: ৯৪ টি
☑ আবেদনের মোড: অনলাইন
☑ আবেদনের লিংক: [https://narcoticsindia.nic.in]
☑ আবেদন শুরু তারিখ: ০৭/০৩/২০২৫
✅ যোগ্যতা শর্ত:
👇শিক্ষাগত যোগ্যতা:
☑ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
☑ অভিজ্ঞতা: এনফোর্সমেন্ট আইন বিষয়ে কমপক্ষে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
☑ কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে রেগুলার বেসিসে কর্মরত কর্মীরাও এই পদে আবেদন করতে পারবেন।
✅ নিয়োগের মূল তথ্য:
☑ প্রতিষ্ঠানের নাম: কলকাতা নারকোটিক্স বিভাগে সাব- ইন্সপেক্টর ☑ পদ: সাব-ইন্সপেক্টর
☑ শূন্য পদসংখ্যা: ৯৪ টি
☑ আবেদনের মোড: অনলাইন
☑ আবেদনের লিংক: [https://narcoticsindia.nic.in]
☑ আবেদন শুরু তারিখ: ০৭/০৩/২০২৫
✅ যোগ্যতা শর্ত:
👇শিক্ষাগত যোগ্যতা:
☑ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
☑ অভিজ্ঞতা: এনফোর্সমেন্ট আইন বিষয়ে কমপক্ষে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
☑ কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে রেগুলার বেসিসে কর্মরত কর্মীরাও এই পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
☑ সর্বোচ্চ বয়স: এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।
☑ সর্বোচ্চ বয়স: এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।
✅ চাকরির খবর : ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ | আবেদন করুন
✅ বেতন: কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতনক্রম অনুযায়ী, চাকরিপ্রার্থীরা মাসিক ৯,৩০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকা মূল বেতনের পাশাপাশি ৪,৬০০/- টাকা গ্রেড পে পাবেন। এছাড়াও, সরকারি কর্মচারী হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
✅ আবেদনের পদ্ধতি:
☑ আবেদনকারীদের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স-এর পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি ০৭/০৩/২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৬০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।
☑ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন পত্র জমা দিন।
✅ গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
☑ অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড:
☑ আবেদনকারীরা নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন।
✅ চাকরির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন: Vorsa Academy (Vorsa.in)
No comments:
Post a Comment