Breaking

IRCTC দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

IRCTC দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
 
IRCTC দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ভারতীয় কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী, পূর্ব রেলওয়ে প্রশিক্ষণ প্রার্থী (অ্যাপ্রেন্টিস) হিসেবে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী নিয়োগ করতে চলেছে। এই পদে প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রার্থীরা হাওড়া, পাটনা, গয়া, আসানসোল সহ বিভিন্ন রেলওয়ে স্টেশনে নিযুক্ত হতে পারবেন। এখানে নিযুক্ত কর্মীরা এক বছরের প্রশিক্ষণকালে ভারতীয় রেলওয়ের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা উন্নত করতে পারবেন। পাশাপাশি, ১৯৬১ সালের ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে তারা মাসিক একটি নির্দিষ্ট বৃত্তিও পাবেন। তাই, চাকরিতে আগ্রহী প্রার্থীরা আবেদনের যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।


নিয়োগের মূল তথ্য:
প্রতিষ্ঠানের নাম: অ্যাপ্রেন্টিস আইন (পূর্ব রেলওয়ে প্রশিক্ষণ প্রার্থী (অ্যাপ্রেন্টিস))
পদ: কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (ট্রেড অ্যাপ্রেন্টিস)
শূন্য পদসংখ্যা: ৫৬ টি
আবেদনের মোড: অনলাইন
আবেদনের লিংক: apprenticeshipindia.gov.in
আবেদনের সময়সীমা: ২০২৫ সালের ২০ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে।


যোগ্যতা শর্ত:
👇শিক্ষাগত যোগ্যতা:
☑ ভারতের কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যক। বিস্তারিত যোগ্যতা জানতে নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।

বয়সসীমা:
নূন্যতম বয়স: ১৫ বছর
সর্বোচ্চ বয়স: ২৫ বছর ( ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী)
☑ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য।
 


নিয়োগ প্রক্রিয়া ও বেতন:
👇 নিয়োগ পদ্ধতি:
☑  মাধ্যমিক এবং আইটিআই মার্কসের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

👇বেতন:
☑ ১২ মাসের প্রশিক্ষণকালে প্রতি মাসে ৭,৭০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।


আবেদনের পদ্ধতি:
☑ প্রথমে https://www.apprenticeshipindia.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন।
☑ প্রয়োজনীয় তথ্য (শিক্ষাগত যোগ্যতা, বয়স প্রমাণপত্র ইত্যাদি) আপলোড করুন।
☑ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন পত্র জমা দিন।


গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
☑ আবেদনের আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন ।
☑ ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে আবেদন করলে সরাসরি আবেদন পত্র বাতিল হবে।

চাকরির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন: Vorsa Academy (Vorsa.in)

📍দ্রষ্টব্য: নিয়োগের সময়সীমা ও শর্তাবলি রেলওয়ে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তন হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।


No comments:

Post a Comment

×close ad