Breaking

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বাহিনী (ITBP) এর গ্রুপ 'সি' পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বাহিনী (ITBP) এর গ্রুপ 'সি' পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে
 
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বাহিনী (ITBP) এর গ্রুপ 'সি' পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP) গ্রুপ 'সি' পদে জেনারেল ডিউটি কনস্টেবল হিসেবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য ১৩৩টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত সমস্ত বিবরণ নিচে দেওয়া হলো:


নিয়োগের মূল তথ্য:
প্রতিষ্ঠানের নাম: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP)
পদ: জেনারেল ডিউটি কনস্টেবল (গ্রুপ 'সি') 
শূন্য পদসংখ্যা:  ১৩৩টি 
আবেদনের মোড: অনলাইন
আবেদনের লিংক: [https://recruitment.itbpolice.nic.in]
আবেদনের শেষ তারিখ:  ০২ এপ্রিল ২০২৫। 


যোগ্যতা শর্ত:
👇শিক্ষাগত যোগ্যতা:
☑ স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০ম শ্রেণী) পরীক্ষায় উত্তীর্ণ।
বিশেষ শর্ত: এই নিয়োগ স্পোর্টস কোটায় করা হবে। প্রার্থীদের অবশ্যই সুইমিং, শুটিং, বক্সিং, অ্যাথলেটিক্স, ওয়েট লিফটিং, আর্চারি বা অনুরূপ খেলায় জাতীয়/আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের সার্টিফিকেট থাকতে হবে।  

বয়সসীমা:
নূন্যতম বয়স: ১৮ বছর
সর্বোচ্চ বয়স: ২৩ বছর (পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য)। 
 


নিয়োগ প্রক্রিয়া ও বেতন:
👇 নিয়োগ পদ্ধতি:
☑  প্রাথমিকভাবে অনলাইন আবেদনের ভিত্তিতে প্রার্থী বাছাই। 
☑ নির্বাচিত প্রার্থীদের জন্য ডকুমেন্ট যাচাই, শারীরিক মাপদণ্ড পরীক্ষা ও মেডিকেল টেস্ট।
 
👇বেতন: কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী, মাসিক বেতন ₹২১,৭০০/- থেকে ₹৬৯,১০০/-  (পে লেভেল-৩)। 



আবেদনের পদ্ধতি:
☑ প্রথমে  [https://recruitment.itbpolice.nic.in]-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন।
☑ প্রয়োজনীয় তথ্য (শিক্ষাগত যোগ্যতা, বয়স প্রমাণপত্র ইত্যাদি) আপলোড করুন।
☑ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন পত্র জমা দিন।


গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
☑ আবেদনের আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন এবং প্রয়োজনীয় শর্তাদি যাচাই করুন।  
☑ শারীরিক দক্ষতা, উচ্চতা, ওজনসহ অন্যান্য মানদণ্ডের বিস্তারিত জানতে [অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন] ।

চাকরির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন: Vorsa Academy (Vorsa.in)


No comments:

Post a Comment

×close ad