ইন্ডিয়ান নেভিতে নিয়োগ ২০২৫ ।। Indian Navy Executive Recruitment 2025
![]() |
ইন্ডিয়ান নেভিতে নিয়োগ ২০২৫ ।। Indian Navy Executive Recruitment 2025 |
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে এসেছি । সম্পত্তি রাজ্যে ইন্ডিয়ান নেভি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে মোট ৯ টি পদে যোগ্যতা অনুসারে প্রার্থীদের নিয়োগ করা হবে।
এই
পদে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত তথ্যের কথা বলা হয়েছে, সেগুলি হল যেমন-
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট
শূন্যপদ, আবেদন পদ্ধতি, আবেদনের জন্য ফি ইত্যাদি সম্পর্কে
বিস্তারিত তথ্য জানতে নিচের নিবন্ধনটি পড়ুন, কোন লাইন বাদ না দিয়ে
সম্পূর্ণ লেখাটি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ুন।
পদের নাম : এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফিসার
মোট শূন্যপদ : এই পদে মোট ৬০ টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ১০ টি শূন্য পদ রয়েছে GS (X) ও ২ টি শূন্যবাদ রয়েছে মহিলা হাইড্রো-র জন্য।
শিক্ষাগত যোগ্যতা : প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ি উপরে উল্লিখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে অথবা বিটেক পাশ হতে হবে ।
মাসিক বেতন : নিন্মলিখিত উল্লেখিত পদের মাসিক বেতন ১,১০,০০০/- ।
পদের নাম : পাইলটম, নৌবিমান অভিযান অফিসা, এয়ার ট্রাফিক কন্ট্রোলার
মোট শূন্যপদ : পাইলট পদে মোট ২৬ টি শূন্য পদ রয়েছে।
নৌ বিমান অভিযান অফিসার বলে মোট ২২ টি শূন্য পদ রয়েছে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে 18 টি শূন্য পদে রয়েছে।
এই সমস্ত পদে নারী ও পুরুষ সকলেই আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা : এই তিনটি পদের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে অথবা বিটেক পাশ হতে হবে। এছাড়া প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট ৬০ শতাংশ নাম্বার পেতে হবে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ইংরেজিতে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
মাসিক বেতন : নিন্মলিখিত উল্লেখিত পদের মাসিক বেতন ১,১০,০০০/- ।
পদের নাম : লজিস্টিকস অফিসার
মোট শূন্যপদ : এই পদের জন্য শূন্য পদ থাকবে ২৮ টি। যার মধ্যে নারীর জন্য ৬ টি আসন থাকবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য বিই অথবা বিটেক এ ফার্স্ট ক্লাস অথবা এমবিএ তে ফার্স্ট ক্লাস অথবা বি এস সি, বি ক, পি জি, এম সি এ, এম এস সি তে ফাস্ট ক্লাস পাশ হতে হবে।
মাসিক বেতন : নিন্মলিখিত উল্লেখিত পদের মাসিক বেতন ১,১০,০০০/- ।
পদের নাম : এডুকেশন অফিসার
মোট শূন্যপদ : এই পদের ক্ষেত্রে মোট শূন্য পদ থাকবে ৭+৮= ১৫ টি। যার মধ্যে যারা এমএসসি বা বি এস সি পাশ হবে তাদের জন্য ৭ টি পদ বরাদ্দ আর যারা বিই, বিটেক হবে তাদের জন্য ৮ টি পদ বরাদ্দ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করবার জন্য বি এস সি অথবা এম এস সি তে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে অথবা বিটেক/ এম টেকম / বি ই তে ৬০ শতাংশ নাম্বার পেতে হবে।
মাসিক বেতন : নিন্মলিখিত উল্লেখিত পদের মাসিক বেতন ১,১০,০০০/- ।
পদের নাম : ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফিসার
মোট শূন্যপদ : এই পদের জন্য শূন্য পদ থাকবে ৩৮ টি। যার মধ্যে নারীর জন্য ৮ টি পদ বরাদ্দ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য বিই অথবা বিটেক এ ৬০ শতাংশ নাম্বার পেতে হবে। মেরিন ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর মত বিষয়গুলিতে পড়াশোনা থাকতে হবে।
মাসিক বেতন : নিন্মলিখিত উল্লেখিত পদের মাসিক বেতন ১,১০,০০০/- ।
পদের নাম : ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ অফিসার
মোট শূন্যপদ : এই পদের জন্য শূন্য পদ থাকবে ৪৫ টি। নারি ও পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। যার মধ্যে নারীর জন্য ৯ টি পদ বরাদ্দ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য বিই অথবা বিটেক এ ৬০ শতাংশ নাম্বার পেতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেলি কমিউনিকেশন, পাওয়ার ইলেকট্রিশিয়ান ইত্যাদি বিষয়ে পড়াশোনা থাকতে হবে।
মাসিক বেতন : নিন্মলিখিত উল্লেখিত পদের মাসিক বেতন ১,১০,০০০/- ।
পদের নাম : নৌ বাহিনী কনস্ট্রাক্টর অফিসার
মোট শূন্যপদ : এই পদের জন্য শূন্য পদ থাকবে ১৮ টি। নারি ও পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য বিই বা বিটেক এ ৬০ শতাংশ নাম্বার পেতে হবে। আবেদনকারী প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং, নাভাল আর্কিটেকচা, শিপ ডিজাইন ইত্যাদি বিষয়ে পড়াশোনা থাকতে হব।
মাসিক বেতন : নিন্মলিখিত উল্লেখিত পদের মাসিক বেতন ১,১০,০০০/- ।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল
বিজ্ঞপ্তির নিচে থাকা www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে।
সংশ্লিষ্ট আবেদনপত্রে নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক
বিবরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর পূরণ করা
তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
সবশেষে সম্পন্ন আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি : এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বারের ওপর একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং তারপর তাদের ইন্টারভিউ ও মেডিকেল টেস্ট হবে, তারপর একটি মেরিট লিস্ট বের করা হবে। তারপর আবেদনকারী প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ : ৮ ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৫ শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে একজন আবেদনকারী কোন একটি পদের জন্যই আবেদন করতে পারবেন
Official Website | Visit Now |
Official Notification |
Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment