Madhyamik Physical Science Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫
Madhyamik Physical Science Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ |
তোমরা নিশ্চয় জানো সামনেই তোমাদের
মাধ্যমিক পরিক্ষা আসতে চলেছে, এই প্রথম তোমরা তোমাদের জীবনের সবথেকে বড়
পরিক্ষা দিতে চলেছ, আশাকরি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে এবং তোমাদের কথা
মাথায় রেখে আমাদের টিম তোমাদের জন্য মাধ্যমিক ২০২৫ পরিক্ষার সাজেশন নিয়ে
হাজির হয়েছে । এই সাজেশন গুলি তৈরি করেছে বিশিষ্ট যোগ্যতা সম্পূর্ণ বিভিন্ন
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা । তাই আর দেরি নাকরে নীচে আলোচনা করা বিষয়
ভিত্তিক সাজেশন গুলি ভালো করে দেখে নাও ।
আজকের
এই প্রতিবেদনে আমরা তোমাদের সাথে শেয়ার করছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫।
এই ভৌতবিজ্ঞান সাজেশন টি আমরা সিলেবাস অনুযায়ী তৈরি করেছি । যেখানে সমস্ত অধ্যায় থেকে
গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে । বলতে গেলে যেসব প্রশ্ন গুলি পরিক্ষায়
আসার মতো সেগুলি এই প্রতিবেদনে আমরা দিয়েছি ।
বিস্তারিত
প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নিয়ো, এই প্রশ্নগুলি ভালো করে প্রস্তুত
করার জন্য তোমরা খাতায় লিখে নাও কারন খাতায় লিখে নিলে তোমাদের এই
প্রশ্নগুলি বার বার পড়তে সুবিধা হবে। তোমরা যাতে মাধ্যমিক পরিক্ষায় ভালো
নম্বর পাও সেই কারণে তোমাদের জন্য সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করা হয়েছে।
আমি আশা করি আলোচনা করা এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমাদের পরিক্ষায়
ভালো নম্বর আসবে।
Madhyamik Physical Science Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫
◩ প্রথম অধ্যায় : পরিবেশের জন্য ভাবনা
◉ ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে?
◉ ওজোন স্তর ধ্বংসের CFC -এর ভূমিকা লেখো?
◉ গ্রীন হাউস ইফেক্ট কী?
◉ জীবাশ্ম জ্বালানি কী? উদাহরণ দাও।
◉ ওজোন গ্যাস তথা ওজোনস্তরের ধ্বংসে NO2-এর ভূমিকা লেখো?
◉ ওজোন স্তর ধ্বংসের CFC -এর ভূমিকা লেখো?
◉ গ্রীন হাউস ইফেক্ট কী?
◉ জীবাশ্ম জ্বালানি কী? উদাহরণ দাও।
◉ ওজোন গ্যাস তথা ওজোনস্তরের ধ্বংসে NO2-এর ভূমিকা লেখো?
◪ দ্বিতীয় অধ্যায় : গ্যাসের আচরণ
◉ চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় কর?
◉ সার্বজনীন গ্যাস ধ্রুবক এর মাত্রা লেখো।
◉ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন?
◉ অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত কর। কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন (V/n) প্রায় সমান এবং STP-তে এর সীমান্ত মান 22.4 L.mol–1। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাড্রো সুত্রে উপনীত হওয়া যায়?
বয়েল সূত্র এবং চার্লসের সূত্রে সম্বন্ধিত রূপটি প্রতিষ্ঠা কর?
or
আদর্শ গ্যাস কী ? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের এবং বেগের উপর তার প্রভাব কী?
◉ সার্বজনীন গ্যাস ধ্রুবক এর মাত্রা লেখো।
◉ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন?
◉ অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত কর। কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন (V/n) প্রায় সমান এবং STP-তে এর সীমান্ত মান 22.4 L.mol–1। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাড্রো সুত্রে উপনীত হওয়া যায়?
বয়েল সূত্র এবং চার্লসের সূত্রে সম্বন্ধিত রূপটি প্রতিষ্ঠা কর?
or
আদর্শ গ্যাস কী ? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের এবং বেগের উপর তার প্রভাব কী?
◉ চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃত করো?
◪ তৃতীয় অধ্যায় : রাসায়নিক গণনা
◉ 12.25g পটাশিয়াম ক্লোরেইট বিয়োজনের ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমান জিংকের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে? [Zn=65, K=39, O=16, CI=35.5, H=1]
◉ কোন ধাতব কার্বনেট এর 200 g-কে উত্তপ্ত করলে 112g ধাতব অক্সাইড একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22; বিক্রিয়াটি কত মূল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
or
জিংক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে ধাতব জিংক ও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 40.685g জিংক অক্সাইড থেকে 31.785g জিংক ও 14.000g কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম কার্বন প্রয়োজন হবে? বিক্রিয়াটিতে কত মোল কার্বন-মনোক্সাইড উৎপন্ন হয়? [C=12, O=16]
◉ A ও B পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। 2A+B—2C.A, B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16, C এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো?
20g কঠিন যৌগ A উত্তপ্ত করলে একটি কঠিন যৌগ B এর 9g এবং একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস C উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস C এর STP তে আয়তন 5.6 লিটার। C এর আণবিক ভর নির্ণয় কর।
◉ 75g পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন ঠিক 3g হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। মিশ্রণে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের পরিমাণ কত? [K=39, CI=35.5, O=16, H=1]
◉ 480g একটি কঠিন যৌগকে 352g অক্সিজেনের পোড়ালে 320g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
◉ উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন?
◉ কোন ধাতব কার্বনেট এর 200 g-কে উত্তপ্ত করলে 112g ধাতব অক্সাইড একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22; বিক্রিয়াটি কত মূল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
or
জিংক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে ধাতব জিংক ও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 40.685g জিংক অক্সাইড থেকে 31.785g জিংক ও 14.000g কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম কার্বন প্রয়োজন হবে? বিক্রিয়াটিতে কত মোল কার্বন-মনোক্সাইড উৎপন্ন হয়? [C=12, O=16]
◉ A ও B পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। 2A+B—2C.A, B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16, C এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো?
20g কঠিন যৌগ A উত্তপ্ত করলে একটি কঠিন যৌগ B এর 9g এবং একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস C উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস C এর STP তে আয়তন 5.6 লিটার। C এর আণবিক ভর নির্ণয় কর।
◉ 75g পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন ঠিক 3g হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। মিশ্রণে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের পরিমাণ কত? [K=39, CI=35.5, O=16, H=1]
◉ 480g একটি কঠিন যৌগকে 352g অক্সিজেনের পোড়ালে 320g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
◉ উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন?
◪ চতুর্থ অধ্যায় : তাপের ঘটনা সমূহ
◉ কঠিনের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও এবং গাণিতিক রূপটি লেখো।
◉ তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো।
◉ কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায়? এর CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
◉ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও।
◉ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।
◉ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত?
◉ তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো।
◉ কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায়? এর CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
◉ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও।
◉ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।
◉ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত?
◪ পঞ্চম অধ্যায় : আলো
◉ আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো?
◉ আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও?
◉ দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
◉ আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখো?
◉ আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।
◉ দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন?
◉ আরবের বিচ্ছুরণ কী? একটি কাচ ফলকের ওপর 45° কোনে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচ ফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কী?
◉ উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো?
◉ দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়?
◉ আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও?
◉ দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
◉ আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখো?
◉ আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।
◉ দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন?
◉ আরবের বিচ্ছুরণ কী? একটি কাচ ফলকের ওপর 45° কোনে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচ ফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কী?
◉ উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো?
◉ দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়?
◪ ষষ্ঠ অধ্যায় : চলতড়িৎ
◉ তড়িৎচালক বল ও বিভব-প্রভেদের দুটি পার্থক্য লেখ এবং একটি সাদৃশ্য লেখ?
◉ বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো?
◉ CFL ও LED -এর পার্থক্য লেখো?
◉ একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। তাই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে?
◉ বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো?
◉ CFL ও LED -এর পার্থক্য লেখো?
◉ একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। তাই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে?
◉ ইলেকট্রিক মোটরে কোন শক্তি, কোন শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন?
◉ তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ?
◉ ওহমের সূত্রটি বিবৃত কর, এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও?
◉ তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো?
◉ 220V-60W ও 110V-60W দুটি বাতিল রোধের অনুপাত নির্ণয় করো?
◉ তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ?
◉ ওহমের সূত্রটি বিবৃত কর, এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও?
◉ তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো?
◉ 220V-60W ও 110V-60W দুটি বাতিল রোধের অনুপাত নির্ণয় করো?
◪ সপ্তম অধ্যায় : পরমাণুর নিউক্লিয়াস
◉ তেজস্ক্রিয়তার সংজ্ঞা দাও? এর একটি ব্যবহার লেখো?
◉ নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও? ইউরেনিয়ামের নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটি লেখো?
◉ তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো?
◉ ভর ত্রুটি বলতে কী বোঝ? নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী?
◪ অষ্টম অধ্যায় : পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
8.1
◉ হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির 2টি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো?
সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়?
8.2
◉ দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো?
চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ পারে। কেন?
◉ দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো?
চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ পারে। কেন?
8.3
◉ ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো।
◉ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অভিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?
◉ কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা আম্লায়িত তো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে—(i) অ্যানোড, ক্যাথোড ও তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহৃত হয়? (ii) অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া লেখো?
তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী ? অ্যানোড মাড কী?
◉ ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো।
◉ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অভিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?
◉ কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা আম্লায়িত তো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে—(i) অ্যানোড, ক্যাথোড ও তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহৃত হয়? (ii) অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া লেখো?
তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী ? অ্যানোড মাড কী?
8.4
◉ উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করোঃ অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ?
অথবা
প্রমাণ করোঃ অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে ?
◉ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত ও রাসায়নিক সমীকরণ লেখো?
◉ লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে খুলতে হয় কেন?
◉ অসওয়াল্ড পদ্ধতিতে [অ্যামোনিয়ার জারণ] কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়?
◉ উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করোঃ অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ?
অথবা
প্রমাণ করোঃ অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে ?
◉ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত ও রাসায়নিক সমীকরণ লেখো?
◉ লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে খুলতে হয় কেন?
◉ অসওয়াল্ড পদ্ধতিতে [অ্যামোনিয়ার জারণ] কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়?
8.5
◉ থর্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ। এই পদ্ধতিটির ত্রুটি প্রয়োগ করো?
◉ জিংক অক্সাইড থেকে কিভাবে জিংক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো ?
◉ কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো ?
◉ থর্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ। এই পদ্ধতিটির ত্রুটি প্রয়োগ করো?
◉ জিংক অক্সাইড থেকে কিভাবে জিংক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো ?
◉ কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো ?
8.6
◉ ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে, এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
◉ জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য লেখো?
◉ ইতি লেনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটির সমিত ও সমীকরণ লেখো। CNG -র একটি ব্যবহার লেখো?
◉ মিথেনকে অক্সিজেন দহন করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো?
◉ সমাবয়বতা কী? ইহা কয় প্রকার ও কি কি এবং প্রতি প্রকারের উদাহরণ দাও?
◉ ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে, এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
◉ জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য লেখো?
◉ ইতি লেনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটির সমিত ও সমীকরণ লেখো। CNG -র একটি ব্যবহার লেখো?
◉ মিথেনকে অক্সিজেন দহন করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো?
◉ সমাবয়বতা কী? ইহা কয় প্রকার ও কি কি এবং প্রতি প্রকারের উদাহরণ দাও?
Tag :
Madhyamik Physical Science Suggestion 2025 | Class 10 Physical Science Suggestion 2025 | Secondary Physical Science Suggestion 2025 | Class 10 Physical Science Suggestion | 2025 madhyamik
Suggestion | Madhyamik Suggestion 2025 |Madhyamik suggestion 2025 pdf
download | Madhyamik suggestion 2025 | West bengal board madhyamik
suggestion 2025
No comments:
Post a Comment