Breaking

Madhyamik Life Science Suggestion 2025 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৫

Madhyamik Life Science Suggestion 2025 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৫
 
Madhyamik Life Science Suggestion 2025 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৫
নমস্কার প্রিয় ছাত্র-ছাত্রীরা,
তোমরা নিশ্চয় জানো সামনেই তোমাদের মাধ্যমিক পরিক্ষা আসতে চলেছে, এই প্রথম তোমরা তোমাদের জীবনের সবথেকে বড় পরিক্ষা দিতে চলেছ, আশাকরি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে এবং তোমাদের কথা মাথায় রেখে আমাদের টিম তোমাদের জন্য মাধ্যমিক ২০২৫ পরিক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছে । এই সাজেশন গুলি তৈরি করেছে বিশিষ্ট যোগ্যতা সম্পূর্ণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা । তাই আর দেরি নাকরে নীচে আলোচনা করা বিষয় ভিত্তিক সাজেশন গুলি ভালো করে দেখে নাও । 

আজকের এই প্রতিবেদনে আমরা তোমাদের সাথে শেয়ার করছি মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৫।  এই জীবনবিজ্ঞান সাজেশন টি আমরা সিলেবাস অনুযায়ী তৈরি করেছি । যেখানে সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে । বলতে গেলে যেসব প্রশ্ন গুলি পরিক্ষায় আসার মতো সেগুলি এই প্রতিবেদনে আমরা দিয়েছি । 

বিস্তারিত প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নিয়ো, এই প্রশ্নগুলি ভালো করে প্রস্তুত করার জন্য তোমরা খাতায় লিখে নাও কারন খাতায় লিখে নিলে তোমাদের এই প্রশ্নগুলি বার বার পড়তে সুবিধা হবে। তোমরা যাতে মাধ্যমিক পরিক্ষায় ভালো নম্বর পাও সেই কারণে তোমাদের জন্য সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করা হয়েছে। আমি আশা করি আলোচনা করা এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমাদের পরিক্ষায় ভালো নম্বর আসবে।   
 
Madhyamik Life Science Suggestion 2025 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৫ 

◩ প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

◉  অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো?
◉  মস্তিষ্ক ও শ্বশুর সুষুস্নাকান্ডের মধ্যে পার্থক্য লেখ?
◉  প্রাণী হরমোনের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
◉  চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর?
◉  উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন এর পার্থক্য লেখ?

দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবাহমানতা

◉  বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখ। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে— (i) পরিবর্তন (ii) দশা ।
◉  সম্পাদনের স্থান ও উৎপন্ন কোশের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতির পার্থক্য নিরূপণ কর?
◉  যৌন ও অযৌন জননের পার্থক্য লেখ। তিন ধরনের অযৌন জনন পদ্ধতির উদাহরণ?
◉  মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখ। অটোজোম ও সেক্স ক্রোমোজোমের দুটি পার্থক্য লেখ। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে (i) সংজ্ঞা (ii) উদাহরণ।
Or
একটি উদ্ভিদকোশ বা প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলির চিহ্নিত করো । (a) ক্রোমোজোম (b) বেমতন্তু (c) মেরু অঞ্চল (d) সেন্ট্রোমিয়ার।
Or
একটি উদ্ভিদকোশ বা প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলির চিহ্নিত করো । (a) ক্রোমাটিড (b) সেন্ট্রোমিয়ার (c) মেরু অঞ্চল (d) বেমতন্ত্র।

তৃতীয় অধ্যায় : বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

◉  মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ড সহযোগে বর্ণনা করো । মেন্ডেল তার বংশগতী সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ কেন নির্বাচন করেছিল?
◉  হিমোফিলিয়া এর কারণ উল্লেখ করো। মিলের মটর গাছের উপর দ্বি-সংকর জননের পরীক্ষায় [YYRR (X) yyrr ] F2 জনুতে যে সকল জিনোটাইপের অনুপাত ‘1’তা চিহ্নিত করো।
◉  ‘সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়’ —যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। সংকর বৈশিষ্ট্য প্রকাশ, জিনগত বৈশিষ্ট্য প্রকাশ ও প্রয়োজনীয় জিনের সংখ্যার উপর ভিত্তি করে প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো।

চতুর্থ অধ্যায় : অভিব্যাক্তি ও অভিযোজন

◉  ক্যাকটাস ও সুন্দরী উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতার অভিযোজনগত পার্থক্য নির্ণয় করো।
◉  জীব বিবর্তন ও জৈব অভিব্যক্তি কাকে বলে? অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের মাধ্যমে উল্লেখ করো।
◉  অপসারী অভিব্যক্তি কী ও এর সঙ্গে সমসংস্থ অঙ্গের সম্পর্ক কী ? উটের RBC -এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
ল্যামার্কের মতে ব্যবহারের ফলে অঙ্গ সুগঠিত হয় এবং অব্যবহারের ফলে অঙ্গের অবলুপ্তি হয় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। অভিব্যক্তিতে লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা কী।

পঞ্চম অধ্যায় : পরিবেশ সম্পদ ও তাদের সংরক্ষণ

◉  জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো?
◉  হটস্পট কী ? হটস্পট নির্ধারণের শর্তগুলি কী কী?
◉  ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে। (i) সংরক্ষণের গুণ ও প্রকৃতি    (ii) প্রজাতির সংখ্যা (iii) উদাহরণ। জাতীয় উদ্যান কী?
◉  নাইট্রোজেন চক্র কী ? পরিবেশে নাইট্রোজেনের উৎসগুলি লেখো। নাইট্রোজেন চক্রের স্বরলিকৃত রেখাচিত্র অঙ্কন করো।
জল দূষণের কারণ উল্লেখ করো? BOD ও COD কী?
◉  বাঘ সংরক্ষণের কৌশল লেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো?

Tag :
Madhyamik Life Science Suggestion 2025 | Class 10 Life Science Suggestion 2025 | Secondary Life Science Suggestion 2025 | Class 10 Life Science Suggestion | 2025 madhyamik Suggestion | Madhyamik Suggestion 2025 |Madhyamik suggestion 2025 pdf download | Madhyamik suggestion 2025 | West bengal board madhyamik suggestion 2025

No comments:

Post a Comment

×close ad