Breaking

Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ 
Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
নমস্কার প্রিয় ছাত্র-ছাত্রীরা,
তোমরা নিশ্চয় জানো সামনেই তোমাদের মাধ্যমিক পরিক্ষা আসতে চলেছে, এই প্রথম তোমরা তোমাদের জীবনের সবথেকে বড় পরিক্ষা দিতে চলেছ, আশাকরি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে এবং তোমাদের কথা মাথায় রেখে আমাদের টিম তোমাদের জন্য মাধ্যমিক ২০২৫ পরিক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছে । এই সাজেশন গুলি তৈরি করেছে বিশিষ্ট যোগ্যতা সম্পূর্ণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা । তাই আর দেরি নাকরে নীচে আলোচনা করা বিষয় ভিত্তিক সাজেশন গুলি ভালো করে দেখে নাও । 

আজকের এই প্রতিবেদনে আমরা তোমাদের সাথে শেয়ার করছি মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫। এই ইতিহাস সাজেশন টি আমরা সিলেবাস অনুযায়ী তৈরি করেছি । যেখানে সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে । বলতে গেলে যেসব প্রশ্ন গুলি পরিক্ষায় আসার মতো সেগুলি এই প্রতিবেদনে আমরা দিয়েছি । 

বিস্তারিত প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নিয়ো, এই প্রশ্নগুলি ভালো করে প্রস্তুত করার জন্য তোমরা খাতায় লিখে নাও কারন খাতায় লিখে নিলে তোমাদের এই প্রশ্নগুলি বার বার পড়তে সুবিধা হবে। তোমরা যাতে মাধ্যমিক পরিক্ষায় ভালো নম্বর পাও সেই কারণে তোমাদের জন্য সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করা হয়েছে। আমি আশা করি আলোচনা করা এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমাদের পরিক্ষায় ভালো নম্বর আসবে।
 
 Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

◩ প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা

আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসর/ জীবনস্মৃতি /জীবনের ঝরাপাতা এর গুরুত্ব লেখ?
Or   আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন চন্দ্র পালের আত্মজীবনী সত্তরবৎসর গুরুত্বপূর্ণ কেন?
ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখ?
টীকা লেখ —নারী ইতিহাস চর্চা
কন্যা ইন্দ্রাকে লেখা পিতা জহরলাল নেহেরুর চিঠিগুলোর বিষয়বস্তু আলোচনা কর?

দ্বিতীয় অধ্যায় : সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

  উত্তম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকে বাংলার কিউব সমাস চিত্র পাওয়া যায়?
ব্রাহ্ম আন্দোলনে কৃষক চন্দ্র সেন এর ভূমিকা সংক্ষেপে লেখ?
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপাত্রের পরিণত হয়েছিল ?
টীকা লেখ—উডের নির্দেশনামা
Or    উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কি
আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতায় মেডিকেল কলেজের ভূমিকা?
নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান
Or  উনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারক শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর অবদান আলোচনা কর?

তৃতীয় অধ্যায় : প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন?
টীকা লেখ— ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ

চতুর্থ অধ্যায় : সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন?
ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কি ছিল?
গোড়া উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
টীকা লেখ— ভারত সভা, হিন্দু মেলা, মহারানীর ঘোষণাপত্র

পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (BTI) এর ভূমিকা?
বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দির এর কিরূপ ভূমিকা ছিল ?
টীকা লেখ— ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সাইন্স, শ্রীরামপুর মিশন প্রেস
বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও?
বাংলায় ছাপা খানের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কিরূপ অবদান ছিল?

ষষ্ঠ অধ্যায় : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টীকা লেখ— মিরাট ষড়যন্ত্র মামলা, বারদৌলি সত্যাগ্রহ, ওয়ার্কস এন্ড প্রেজেন্ট পার্টি
অসহযোগ আন্দোলনের সময় ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও?

সপ্তম অধ্যায় : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টীকা লেখ— ঝাঁসিরানী বাহিনী, অনুশীলন সমিতি
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ কর?
দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা?

অষ্টম অধ্যায় : উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

টীকা লেখ— নেহেরু লিয়াকত চুক্তি
উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল?
হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল?
কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?
Or    কাশ্মীর কিভাবে ভারত ভুক্ত হয়?
 

মাধ্যমিক ইতিহাসের বড় প্রশ্ন সাজেশন

নীচের এই চারটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন পরিক্ষায় আসবে : 
 
নীল বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর ?৩+৫
পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ কর?
সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিস্টাব্দের) চরিত্র বিশ্লেষণ কর ?
Or  সিপাহী বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ কর?
মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও?
 

মাধ্যমিক ইতিহাস ম্যাপ পয়েন্টিং সাজেশন

◑ সাঁওতাল বিদ্রোহের এলাকা - পুরুলিয়া
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য– হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর
◑ পুনর্গঠিত রাজ্য– মহারাষ্ট্র
◑ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র– যশোর/নদিয়া 
◑ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র– বারাসাত 
◑ বাংলার বিপ্লবী কেন্দ্র– চট্টগ্রাম
◑ মহাবিদ্রোহের কেন্দ্র– ঝাঁসি, অযোধ্যা, মিরাট 
◑ ব্রিটিশ ভারতের রাজধানী– কলকাতা
◑ প্রথম ভাষাভিত্তিক রাজ্য– অন্ধ্রপ্রদেশ
◑ ভারতছাড়ো আন্দোলনের একটি কেন্দ্র– তমলুক 
◑ ডান্ডি অভিযান/ আইন অমান্য আন্দোলনের সূচনা স্থল - ডান্ডি

Tag :
Madhyamik History Suggestion 2025 | Class 10 History Suggestion 2025 | Secondary History Suggestion 2025 | Class 10 History Suggestion | 2025 madhyamik Suggestion | Madhyamik Suggestion 2025 |Madhyamik suggestion 2025 pdf download | Madhyamik suggestion 2025 | West bengal board madhyamik suggestion 2025

No comments:

Post a Comment

×close ad