Breaking

কোচবিহার জেলায় অঙ্গনঅয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৪

কোচবিহার জেলায় অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগ  ২০২৪ 
কোচবিহার জেলায় অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগ  ২০২৪ 

কোচবিহার জেলার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের পক্ষথেকে কোচবিহার জেলার সকল মহিলাদের জন্য সাতটি গুরুত্বপূর্ণ শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো।

পদের নামঃ
অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা ।

শুন্নপদঃ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের পরিসংখ্যান অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখিত আছে। 

শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনকারীকে সরকারিভাবে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আবেদন করবেন, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসিমাঃ
১ লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতিঃ 
অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন প্রক্রিয়া শেষ - ৫ই আগস্ট ২০২৪

Block Name
PDF
Dinhata II (Main) Download
Dinhata II (Additional) Download
Mathabhanga I (Main) Download
Mathabhanga I (Additional) Download
Mathabhanga II (Main) Download
Mathabhanga II (Additional) Download
Shitalkuchi Download

গুরুত্বপূর্ণ লিংক ঃ

Official Website  Download
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

×close ad