রাজ্যের দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, DVC New Recruitment 2023 |
সুপ্রিয় বন্ধুরা,
সম্প্রতি রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে এক্সকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ৯৩টি শূন্যপদ রয়েছে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
Employment NO : PLR/ET-2023/12
পদের নাম - Executive Trainee
শূন্যপদ ঃ এখানে মোট ৯১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ঃ এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমাঃ উক্ত পদের জন্য সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে যাদের বয়স, তারা এই আবেদন করতে পারবেন। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন ঃ ৫৬,১০০/- থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । এর জন্য DVC এর ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এর পরে প্রার্থীরা সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন ।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
Read More :: ভারতের গোয়েন্দা দপ্তরে গ্রুপ-সি পদে নিয়োগ 2023
আবেদন ফিঃ আবেদন ফি বাবদ General, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা; SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | আবেদন চলছে |
আবেদন শেষ | ৩০ অক্টোবর ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ঃ
Official Notification | Download |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
আগের পর্ব ঃ
No comments:
Post a Comment