Breaking

এয়ার ইন্ডিয়াতে ৩২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

এয়ার ইন্ডিয়াতে ৩২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
এয়ার ইন্ডিয়াতে ৩২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের জন্য আবারও রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি এয়ার ইন্ডিয়াতে হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ৩২৩ জন নতুন কর্মী নিয়োগ করা হবে।


 ভারতীয় তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেটরা এই পদে আবেদন করতে পারবেন । এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম,  শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

Employment NO : AIASL/HRD-SR/MAA/23-09/02

পদের নাম ঃ Handyman / Handywomen

মোট শূন্যপদ ঃ ২৭৯ টি । 

মাসিক বেতন ঃ এই পদে নিয়োগ প্রার্থীরা ২০,১৩০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। 

শিক্ষাগত যোগ্যতা ঃ চাকরিপ্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। 

বয়স সীমাঃ ১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। 

পদের নাম ঃ Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver

মোট শূন্যপদ ঃ ৩৯ টি । 

মাসিক বেতন ঃ এই পদে নিয়োগ প্রার্থীরা ২৩,৬৪০/-  টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। 

শিক্ষাগত যোগ্যতা ঃ এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই যেকোনো আইটিআই ডিগ্রী সহ NCTVT -এর অধীনস্থ যেকোনো একটি কোর্স করে থাকলে আবেদন জানাতে পারবেন । 

বয়স সীমাঃ ১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদনে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর দিন পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আবেদন ফিঃ GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা। SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। Demand Draft -এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি ঃ উক্ত পদগুলিতে মোট দুইটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে । 
ক) শারীরিক ক্ষমতা পরিক্ষা, খ) ইন্টারভিউ  

ইন্টারভিউর তারিখঃ ১৭, ১৮ ও ১৯ অক্টোবর ২০২৩।   

ইন্টারভিউর ঠিকানা ঃ  Sri Jagannath Auditorium, Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572. [On the Main Central Road (M C Road), 1.5 Km away from Angamaly towards Kalady]
 
গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু  আবেদন চলছে
আবেদন শেষ ১৬ই অক্টোবর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ঃ

Official Notification  Download
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now



No comments:

Post a Comment

×close ad