Breaking

WBP লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023 | পশ্চিমবঙ্গ পুলিশ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর PDF

WBP লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023 | পশ্চিমবঙ্গ পুলিশ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর PDF
WBP লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023 | পশ্চিমবঙ্গ পুলিশ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023; তোমরা যারা WBP Lady Constable পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই PDF টি খবুই গুরুত্বপূর্ণ । আজকের এই পোস্ট টিতে WBP Lady Constable সিলেবাস অনুযায়ী বাছাই করা 50টি WBP Lady Constable General Knowledge Question Answers দেওয়া আছে । যেগুলি আগত লেডি কনস্টেবল পরীক্ষার জন্য খুবই উপযোগী ।

অতএব সময় নষ্ট না করে এখনি নীচে দেওয়া লেডি কনস্টেবল 2023 প্রশ্ন উত্তর গুলি ভালো করে পড়ে নাও । এবং নিজের সুবিধার জন্য এই প্রশ্ন উত্তর গুলির PDF ফাইল ডাউনলোড করুন । 

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
 দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পায়—
ⓐ 1958 সালে
ⓑ 1950 সালে
ⓒ 1954 সালে
ⓓ 1956 সালে
উত্তরঃ 1956 সালে

 'বন্দেমাতরম' রচনা করেছিলেন—
ⓐ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ⓓ সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 জাতীয় পতাকা দেশের—
ⓐ স্বাধীনতা, সাম্য ও শান্তির প্রতীক
ⓑ স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক
ⓒ ঐক্য, সাম্য ও মর্যাদার প্রতীক
ⓓ গণতন্ত্রের প্রতীক
উত্তরঃ স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক

 কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন—
ⓐ শূন্য 
ⓑ 1
ⓒ 100
ⓓ –1
উত্তরঃ শূন্য

 পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ?
ⓐ ইউরোপ 
ⓑ দ:পূর্ব এশিয়া
ⓒ মধ্য এশিয়া
ⓓ পারস্য অঞ্চল
উত্তরঃ মধ্য এশিয়া

 তাপ একটি—
ⓐ উভমুখী রাশি
ⓑ স্কেলার রাশি
ⓒ ভেক্টর রাশি
ⓓ একক রাশি
উত্তরঃ স্কেলার রাশি

 নীচের কোন শাসক 'মহারাজাধিরাজ' উপাধিতে ভূষিত ছিলেন ?
ⓐ কনিষ্ক
ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য 
ⓒ অশোক
ⓓ সমুদ্রগুপ্ত
উত্তরঃ সমুদ্রগুপ্ত

 'অলীক বল' কাকে বলে ?
ⓐ অভিসারী বলকে
ⓑ অভিকেন্দ্র বলকে
ⓒ অপকেন্দ্র বলকে
ⓓ অপসারী বলকে
উত্তরঃ অপকেন্দ্র বলকে

 পদ্ম হল ভারতীয়—
ⓐ ঐতিহ্যের প্রতীক 
ⓑ ঐতিহ্য ও সত্যের প্রতীক
ⓒ সত্যের প্রতীক
ⓓ কোনোটিই নয়
উত্তরঃ ঐতিহ্য ও সত্যের প্রতীক

 পঞ্চনদের দেশ কাকে বলে ?
ⓐ কুইনসল্যান্ড
ⓑ গোল্ডারল্যান্ড 
ⓒ মন্ট্রিল
ⓓ পাঞ্জাব
উত্তরঃ পাঞ্জাব

 ফ্রান্সের জাতীয় প্রতীক—
ⓐ লিলি ফুল
ⓑ মশাল
ⓒ নাইটিংগেল
ⓓ এর কোনোটিই নয়
উত্তরঃ লিলি ফুল

 সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন ?
ⓐ অশ্বঘোষ
ⓑ উপগুপ্ত
ⓒ বসুমিত্র
ⓓ নাগার্জুন
উত্তরঃ উপগুপ্ত 

 ভারতের জাতীয় প্রতীকে ক-টি সিংহ দেখা যায়—
ⓐ চারটি
ⓑ দুটি
ⓒ তিনটি
ⓓ একটি
উত্তরঃ তিনটি

 সূর্যোদয়ের দেশ কোনটি ?
ⓐ জাপান
ⓑ চিন
ⓒ উত্তর কোরিয়া
ⓓ দক্ষিণ কোরিয়া
উত্তরঃ জাপান

 ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহরটি পরিচিত ?
ⓐ কলকাতা
ⓑ মুম্বাই
ⓒ গুজরাট 
ⓓ আমেদাবাদ
উত্তরঃ মুম্বাই
File Details :-
File Name :- WBP লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023  
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 06

No comments:

Post a Comment

×close ad