SBI Recruitment 2023 | SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2023
SBI Recruitment 2023 | SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে । যেখানে আপনাদের কোন রকম চার্জ দিতে হবে না, এর জন্য মাসিক ভারী অঙ্কের স্টাইপেন্ড দেওয়া হবে ।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কিভাবে করবেন এই SBI Recruitment 2023 সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম :
◆ Apprentice (অ্যাপ্রেন্টিস)
⬤▶মোট শূন্যপদ :
◆ Apprentice - 6,160টি
◆ প্রশিক্ষণের সময় - ১ বছর।
⬤▶মাসিক বেতন ঃ
◆ 15,000/- টাকা।
⬤▶আরও পড়ুন ঃ
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
◆ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে।
⬤▶বয়সসীমা ঃ
◆ ০১/০৮/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিতদের বয়সের ছাড় থাকছে।
⬤▶আবেদন ফি ঃ
◆ উক্ত পদে আবেদন করার জন্য ৩০০ টাকা লাগবে, তবে সংরক্ষিতদের (SC, ST, PwBD) কোনরূপ আবেদন মূল্য লাগবে না ।
⬤▶নিয়োগ পদ্ধতি ঃ
◆ চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।
⬤▶আবেদন পদ্ধতি ঃ
এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া লিংকে Apply ক্লিক করে অথবা SBI ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶ আরও চাকরির খবর পড়ুন ঃ
❏ দিল্লি পুলিশ নিয়োগ ২০২৩, আবেদন চলছে
⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | ১লা সেপ্টেম্বর ২০২২ |
আবেদন শেষ | ২১শে অক্টোবর ২০২২ |
⬤▶ গুরুত্বপূর্ণ লিংক :
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
Official Notification | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
No comments:
Post a Comment