ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | FOOD SI General Studies Question Answers PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF; তোমরা যারা FOOD SI পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই PDF টি খবুই গুরুত্বপূর্ণ । আজকের এই পোস্ট টিতে FOOD Sub Inspector সিলেবাস অনুযায়ী বাছাই করা ৫৫টি FOOD SI General Studies Question Answers দেওয়া আছে । যেগুলি আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুবই উপযোগী ।
অতএব সময় নষ্ট না করে এখনি নীচে দেওয়া ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর গুলি ভালো করে পড়ে নাও । এবং নিজের সুবিধার জন্য এই প্রশ্ন উত্তর গুলির PDF ফাইল ডাউনলোড করুন ।
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF
❍ স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি
❍ মানুষের প্রতি কানে কয়টি হাড় থাকে?
উত্তরঃ ৩টি করে । (Copyright by Vorsa.in)
❍ নাইট্রোজেন সার হিসেবে কী ব্যবহৃত হয়?
উত্তরঃ অ্যাজোল্লা
❍ পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী?
উত্তরঃ মারিয়ানা খাত
❍ ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ Brussels, বেলজিয়াম ।
❍ সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান
❍ লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ মঙ্গলকে।
❍ পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ শুক্র গ্রহকে।
❍ সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
উত্তরঃ বুধ।
❍ সার্ক (SAARC)-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তরঃ কাঠমান্ডু
❍ ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয়?
উত্তরঃ হোমি জাহাঙ্গীর ভাবা
❍ কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ পুলিনবিহারী দাস
❍ প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিলিয়া
❍ ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা -
উত্তরঃ বরাহমিহির
❍ ‘পরশুরাম’- কার ছদ্মনাম ?
উত্তরঃ রাজশেখর বসু
❍ শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ?
উত্তরঃ দয়ানন্দ সরস্বতী
❍ ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ?
উত্তরঃ মিথাইল আইসোসায়ানেট
❍ ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ পোখরান
❍ সবচেয়ে হালকা মৌলিক পদার্থ ?
উত্তরঃ হাইড্রোজেন
❍ কোন দেশে সাড নামক জলাভূমি দেখা যায়?
উত্তরঃ দক্ষিণ সুদান
❍ বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৮শে জুলাই
❍ হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Copyright by Vorsa.in)
উত্তরঃ যশবন্ত সিং পারমার
❍ দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খন্ড
❍ গামা রশ্মি কে আবিষ্কার করেন -
উত্তরঃ পল ভিলার্ড
❍ আন্তর্জাতিক ক্রীড়া দিবস কার স্মরণে পালন করা হয়?
উত্তরঃ ধ্যানচাঁদ
❍ মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি?
উত্তরঃ স্টেপিস
❍ ভারতীয় চিকিৎসাশাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায়?
উত্তরঃ অথর্ববেদ
❍ 'বুদ্ধ চরিত্রম' সংস্কৃতে কে লেখেন?
উত্তরঃ অশ্বঘোষ
❍ নন্দ বংশের কোন সম্রাট 'একরাট' উপাধি নেন?
উত্তরঃ মহাপদ্ম নন্দ
❍ মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়?
উত্তরঃ ফিতা কৃমি
❍ কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন?
উত্তরঃ চার্লস ডারউইন
❍ পাতার তলায় তৈরি রেণুস্থলীগুচ্ছকে কী বলে? (Copyright by Vorsa.in)
উত্তরঃ সোরাস
❍ কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ ক্লোরেল্লা
❍ বানিহাল গিরিপথের অপর নাম কী?
উত্তরঃ জওহর সুড়ঙ্গ
❍ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তরঃ কয়লা
❍ চাঁদের ব্যাস কত ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ ৩৪৭৪ কিমি।
❍ বিভিন্ন কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি
❍ “অন্ধ্র কেশরী” – নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ টাঙ্গুতুরি প্রকাশম
❍ নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ পৃথিবীকে।
❍ সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।
❍ সূর্যের দূরতম গ্রহের নাম কি ?
উত্তরঃ নেপচুন।(Copyright by Vorsa.in)
❍ বহিঃস্থগ্রহ কাদের বলা হয় ?
উত্তরঃ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন কে।
❍ পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?
উত্তরঃ শুক্র।
❍ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?
উত্তরঃ ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি।
❍ গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়?
উত্তরঃ ঋকবেদে
❍ ঘর্ঘরা নদীর আগের নাম কী ছিল?
উত্তরঃ সরস্বতী । (Copyright by Vorsa.in)
❍ মগধের কোন রাজা সর্বপ্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব লাভ করেন?
উত্তরঃ বিম্বিসার
❍ মিউকর কোন উৎসেচক তৈরি করে?
উত্তরঃ ডায়াস্টেজ উৎসেচক
❍ টেলি পরিষেবায় প্রথম কোন বছর অপটিক্যাল ফাইবার ব্যবহার শুরু হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে
❍ নীল নদের প্রধান দুটি উপনদী কী কী?
উত্তরঃ বার-এল-গজল ও আটাবারা
❍ বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ কেওক্রাডং
❍ কোন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ ভিটামিন A
❍ LVM3 -এর পুরো কথা কী ?
উত্তরঃ Launch Vehicle Mark-III.
❍ কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা হয়?
উত্তরঃ AIDS
❍ গোবর গ্যাসের মুখ্য উপাদান কি ?
উত্তরঃ মিথেন
❍ রিকেট রোগের সঙ্গে জড়িত কি ?
উত্তরঃ হাড়
❍ পেশির ক্লান্তির জন্য দায়ী কে ?
উত্তরঃ পাইরুভিক এসিড
❍ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন C
❍ ইসরোর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ এস. সোমনাথ
❍ মিশন চন্দ্রযান 3 কোন সংস্থা লঞ্চ করেছে?
উত্তরঃ ISRO
File Details :-
File Name :- FOOD SI General Studies Question Answers PDF 2024
File Language :- Bengali
File Size :- 01 MB
No. of Pages :- 04
No comments:
Post a Comment