Breaking

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | FOOD SI General Studies Question Answers PDF

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | FOOD SI General Studies Question Answers PDF
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | FOOD SI General Studies Question Answers PDF


সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF; তোমরা যারা FOOD SI পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই PDF টি খবুই গুরুত্বপূর্ণ । আজকের এই পোস্ট টিতে FOOD Sub Inspector সিলেবাস অনুযায়ী বাছাই করা ৫৫টি FOOD SI General Studies Question Answers দেওয়া আছে । যেগুলি আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুবই উপযোগী ।

অতএব সময় নষ্ট না করে এখনি নীচে দেওয়া ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর গুলি ভালো করে পড়ে নাও । এবং নিজের সুবিধার জন্য এই প্রশ্ন উত্তর গুলির PDF ফাইল ডাউনলোড করুন । 

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি

মানুষের প্রতি কানে কয়টি হাড় থাকে?
উত্তরঃ ৩টি করে । (Copyright by Vorsa.in)

নাইট্রোজেন সার হিসেবে কী ব্যবহৃত হয়?
উত্তরঃ অ্যাজোল্লা

পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী?
উত্তরঃ মারিয়ানা খাত

ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ Brussels, বেলজিয়াম ।

সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান

লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ মঙ্গলকে।

পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ শুক্র গ্রহকে।

সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
উত্তরঃ বুধ।

সার্ক (SAARC)-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তরঃ কাঠমান্ডু

ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয়?
উত্তরঃ হোমি জাহাঙ্গীর ভাবা

কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ পুলিনবিহারী দাস

প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিলিয়া

‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা -
উত্তরঃ বরাহমিহির

‘পরশুরাম’- কার ছদ্মনাম ?
উত্তরঃ রাজশেখর বসু

শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ?
উত্তরঃ দয়ানন্দ সরস্বতী

ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ?
উত্তরঃ  মিথাইল আইসোসায়ানেট

ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ পোখরান

সবচেয়ে হালকা মৌলিক পদার্থ ?
উত্তরঃ হাইড্রোজেন

কোন দেশে সাড নামক জলাভূমি দেখা যায়?
উত্তরঃ দক্ষিণ সুদান

বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৮শে জুলাই

হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Copyright by Vorsa.in)
উত্তরঃ যশবন্ত সিং পারমার

দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খন্ড

গামা রশ্মি কে আবিষ্কার করেন -
উত্তরঃ পল ভিলার্ড

আন্তর্জাতিক ক্রীড়া দিবস কার স্মরণে পালন করা হয়?
উত্তরঃ ধ্যানচাঁদ

মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি?
উত্তরঃ স্টেপিস

ভারতীয় চিকিৎসাশাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায়?
উত্তরঃ অথর্ববেদ

'বুদ্ধ চরিত্রম' সংস্কৃতে কে লেখেন?
উত্তরঃ অশ্বঘোষ

নন্দ বংশের কোন সম্রাট 'একরাট' উপাধি নেন?
উত্তরঃ মহাপদ্ম নন্দ

মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়?
উত্তরঃ ফিতা কৃমি

কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন?
উত্তরঃ চার্লস ডারউইন

পাতার তলায় তৈরি রেণুস্থলীগুচ্ছকে কী বলে? (Copyright by Vorsa.in)
উত্তরঃ সোরাস

কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ ক্লোরেল্লা

বানিহাল গিরিপথের অপর নাম কী?
উত্তরঃ জওহর সুড়ঙ্গ

পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তরঃ কয়লা

চাঁদের ব্যাস কত ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ ৩৪৭৪ কিমি।

বিভিন্ন কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি

“অন্ধ্র কেশরী” – নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ টাঙ্গুতুরি প্রকাশম

নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ পৃথিবীকে।

সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।

সূর্যের দূরতম গ্রহের নাম কি ?
উত্তরঃ নেপচুন।(Copyright by Vorsa.in)

বহিঃস্থগ্রহ কাদের বলা হয় ?
উত্তরঃ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন কে।

পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?
উত্তরঃ শুক্র।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?
উত্তরঃ ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি। 

গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়?
উত্তরঃ ঋকবেদে

ঘর্ঘরা নদীর আগের নাম কী ছিল?
উত্তরঃ সরস্বতী । (Copyright by Vorsa.in)

মগধের কোন রাজা সর্বপ্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব লাভ করেন?
উত্তরঃ বিম্বিসার

মিউকর কোন উৎসেচক তৈরি করে?
উত্তরঃ ডায়াস্টেজ উৎসেচক

টেলি পরিষেবায় প্রথম কোন বছর অপটিক্যাল ফাইবার ব্যবহার শুরু হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে

নীল নদের প্রধান দুটি উপনদী কী কী?
উত্তরঃ বার-এল-গজল ও আটাবারা

বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ কেওক্রাডং

কোন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ? (Copyright by Vorsa.in)
উত্তরঃ ভিটামিন A 

LVM3 -এর পুরো কথা কী ?
উত্তরঃ Launch Vehicle Mark-III.

কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা হয়?
উত্তরঃ AIDS 

গোবর গ্যাসের মুখ্য উপাদান কি ?
উত্তরঃ মিথেন 

রিকেট রোগের সঙ্গে জড়িত কি ?
উত্তরঃ হাড় 

পেশির ক্লান্তির জন্য দায়ী কে ?
উত্তরঃ পাইরুভিক এসিড 

কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন C 

ইসরোর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ এস. সোমনাথ

মিশন চন্দ্রযান 3 কোন সংস্থা লঞ্চ করেছে?
উত্তরঃ ISRO

File Details :-
File Name :- FOOD SI General Studies Question Answers PDF 2024  
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 04


আগের পর্ব ঃ 

No comments:

Post a Comment

×close ad