Breaking

উচ্চ মাধ্যমিক পাশে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ | Delhi Police Constable Recruitment 2023

উচ্চ মাধ্যমিক পাশে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ | Delhi Police Constable Recruitment 2023
দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ | Delhi Police Constable Recruitment 2023
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে সুখবর, সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফে কনস্টেবল হিসেবে দিল্লী পুলিশে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে । তাই কমিশনের তরফে Delhi Police Constable Recruitment 2023 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে।


সমগ্র ভারত তথা সমস্ত রাজ্যের ক্যান্ডিডেট (ছেলে ও মেয়ে) এই পদে আবেদন করতে পারবেন । এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম,  শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ঃ Delhi Police Constable (Executive) Male and Female

মোট শূন্যপদ ঃ ৭৫৪৭ টি (UR - ৪৫৫টি, EWS - ৮১০টি, OBC - ৪২৯টি, SC - ১৩০১টি, ST - ৪৫২টি)

মাসিক বেতন ঃ এই পদে নিয়োগ প্রার্থীরা ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। 

শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে ।

বয়স সীমাঃ এই পদে আবেদনকারীর বয়স ১৮ - ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়মানুযায়ী কিছুটা বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের (https://ssc.nic.in/) মাধ্যমে জানানো আবেদন জানানো যাবে । 
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আবেদন মূল্য ঃ UR, OBC প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ১০০ টাকা আবেদন ফি লাগবে। এবং Female, SC, ST এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু  ১লা সেপ্টেম্বর ২০২৩ 
আবেদন শেষ ৩০শে সেপ্টেম্বর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ঃ

Official Notification  Download
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now



No comments:

Post a Comment

×close ad