উচ্চ মাধ্যমিক পাশে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ | Delhi Police Constable Recruitment 2023
দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ | Delhi Police Constable Recruitment 2023 |
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে সুখবর, সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফে কনস্টেবল হিসেবে দিল্লী পুলিশে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে । তাই কমিশনের তরফে Delhi Police Constable Recruitment 2023 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে।
সমগ্র ভারত তথা সমস্ত রাজ্যের ক্যান্ডিডেট (ছেলে ও মেয়ে) এই পদে আবেদন করতে পারবেন । এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ঃ Delhi Police Constable (Executive) Male and Female
মোট শূন্যপদ ঃ ৭৫৪৭ টি (UR - ৪৫৫টি, EWS - ৮১০টি, OBC - ৪২৯টি, SC - ১৩০১টি, ST - ৪৫২টি)
মাসিক বেতন ঃ এই পদে নিয়োগ প্রার্থীরা ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে ।
বয়স সীমাঃ এই পদে আবেদনকারীর বয়স ১৮ - ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়মানুযায়ী কিছুটা বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের (https://ssc.nic.in/) মাধ্যমে জানানো আবেদন জানানো যাবে ।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
আবেদন মূল্য ঃ UR, OBC প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ১০০ টাকা আবেদন ফি লাগবে। এবং Female, SC, ST এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | ১লা সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন শেষ | ৩০শে সেপ্টেম্বর ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ঃ
Official Notification | Download |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
Read More ::
No comments:
Post a Comment