Breaking

রাজ্যে মাধ্যমিক পাশে জেল পুলিশ নিয়োগ 2023 | WB Jail Police Recruitment 2023

রাজ্যে মাধ্যমিক পাশে জেল পুলিশ নিয়োগ 2023 | WB Jail Police Recruitment 2023
রাজ্যে মাধ্যমিক পাশে জেল পুলিশ নিয়োগ 2023 | অনলাইনে আবেদন করুন 
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ জেল পুলিশ পদে নতুন কর্মী নিয়োগ করা হবে।


পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেট / ছেলে ও মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারবেন । এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম,  শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

Employment NO. WBPRB/NOTICE – 2023/ 26 (Warder/Female Warder-23)

পদের নাম ঃ জেল পুলিশ (Warder/Female Warder)

মোট শূন্যপদ ঃ ১৩০ টি (পুরুষ ১০০ টি ও মহিলা ৩০ টি)

মাসিক বেতন ঃ এই পদে নিয়োগ প্রার্থীরা পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পাবে। 

শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে ।

বয়স সীমাঃ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ - ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এর মাধ্যমে আবেদন করতে হবে  । আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক ।  

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

নিয়োগ পদ্ধতি ঃ লিখিত পরিক্ষা, শারীরিক পরিক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে ।

আবেদন ফি ঃ সংরক্ষিত শ্রেনিভুক্ত প্রার্থীদের জন্য প্রসেসিং ফি বাবদ ২০ টাকা । অসংরক্ষিত প্রার্থীদের জন্য ২২০ টাকা আবেদন ফি দিতে হবে ।    


গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু  ৬ই আগস্ট ২০২৩
আবেদন শেষ ২৬ শে আগস্ট ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ঃ

Official Notification  Download
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now




No comments:

Post a Comment

×close ad