Breaking

ভারতীয় রেলে নতুন লোকো পাইলট নিয়োগ, Indian Railway Loco Pilot Recruitment 2023

ভারতীয় রেলে নতুন লোকো পাইলট নিয়োগ, শেষ আবেদন ৩০ আগস্ট পর্যন্ত 
ভারতীয় রেলে নতুন লোকো পাইলট নিয়োগ, শেষ আবেদন ৩০ আগস্ট পর্যন্ত 
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি ভারতীয় রেল -এর তরফে নতুন একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় রেলে লোকো পাইলট পদে নতুন কর্মী নিয়োগ করা হবে।


ভারতীয় সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেট ছেলে ও মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারবেন । এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম,  শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

Employment NO. RRC/ER/GDCE/01/2023 

পদের নাম ঃ ALP, Technicians, JEs & Train Manager

মোট শূন্যপদ ঃ 698 টি 

মাসিক বেতন ঃ এই পদে নিয়োগ প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল ২ ও ৬ অনুযায়ী মাসিক বেতন পাবে। 

শিক্ষাগত যোগ্যতা ঃ উক্ত বিভিন্ন পদ গুলিতে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ, আই টি আই ট্রেড ডিগ্রি থেকে আরম্ভ করে উচ্চতর যোগ্যতায় নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন ।

বয়স সীমাঃ ১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । তাই নীচের লিঙ্ক থেকে আবেদন ফরমটি ডাউনলোড করুন। তারপর সঠিক ভাবে আবেদন ফর্মটি পরে অনলাইনে ফিলাপ করুন। ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

নিয়োগ পদ্ধতি ঃ কম্পিউটার টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরিক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে ।  


গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু  ২৫শে জুলাই ২০২৩
আবেদন শেষ ৩০ই আগস্ট ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ঃ

Official Notification  Download
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now




No comments:

Post a Comment

×close ad