Kolkata Police Constable Question Paper 2023 PDF | KP Preliminary Exam 2023
Kolkata Police Constable Question Paper 2023 PDF | Answer Key |
সুপ্রিয় বন্ধু,
আজকের এই পোস্টে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্রশ্নপত্র 2023 PDF / Kolkata Police Constable Question Paper 2023 PDF টি শেয়ার করব । যেটি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরিক্ষা সম্পর্কে সঠিক ধারনা দিতে পারবে । এবং আগত WBP & Kolkata Police Constable পরিক্ষার প্রস্তুতিতে অনেক টাই সাহায্য করবে ।
সুতরাং আর সময় অপচয় না করে এখনি কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্রশ্নপত্র 2023 PDF টি সংগ্রহ করে নিন ।
❍ কিছু জিকে প্রশ্নউত্তর ঃ
০১. শিকদের পঞ্চ 'ক'-কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন ?
A. গুরু তেগবাহাদুর
B. গুরু রঞ্জিত সিং
C. গুরু গোবিন্দ সিং
D. গুরু হরগোবিন্দ
উত্তর ঃ C. গুরু গোবিন্দ সিং
০২. ওরাইজা স্যাটাইভা নিন্মলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম ?
A. ভুট্টা
B. ধান
C. আম
D. গম
উত্তর ঃ B. ধান
০৩. ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া-র বর্তমান নাম কি ?
A. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
B. ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া
C. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া
D. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
উত্তর ঃ D. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
০৪. মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে ?
A. এক জোড়া
B. দুই জোড়া
C. তিন জোড়া
D. চার জোড়া
উত্তর ঃ C. তিন জোড়া
০৫. পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
A. প্রথম রাজরাজ
B. তৃতীয় গোবিন্দ
C. দ্বিতীয় পুলকেশী
D. নরসিংহ বর্মন
উত্তর ঃ D. নরসিংহ বর্মন
File Details::
File Name: KP Constable Prelims Question Paper 2023
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 23
File size: 06 MB
No comments:
Post a Comment