Breaking

Kolkata Police Constable Preli Practice Set 3 PDF

Kolkata Police Constable Preli Practice Set 3 Bengali PDF 
Kolkata Police Constable Preli Practice Set 3 PDF 

সুপ্রিয় বন্ধুরা,
কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Kolkata Police Constable Preliminary Practice Set 3 in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক 100টি প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

সুতরাং আর সময় অপচয় না করে এখনি নীচ থেকে Kolkata Police Practice Set 3 Bengali Pdf টি Download করে নাও । 


 Kolkata Police Constable Preli Practice Set 03

⬤ জিকে নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF   
01. "সূর্যসিদ্ধান্ত" নামক গ্রন্থের রচয়িতা কে ?
ⓐ বানভট্ট
ⓑ কালিদাস
ⓒ বরাহমিহির
ⓓ আর্য ভট্ট 

02. পলাশির যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন ?  [Copyright Vorsa.in]
ⓐ বল্লাল সেন
ⓑ মীরজাফর 
ⓒ মীরকাশিম
ⓓ আলীবর্দী খাঁ 

03. নীচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনও উদ্যোগ নেয় নি ?
ⓐ ইতালি 
ⓑ ইংল্যান্ড
ⓒ ফ্রান্স
ⓓ পোর্তুগাল

04. চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?
ⓐ চাণক্য
ⓑ দ্বিতীয় পুলকেশি  
ⓒ প্রথম পলুকেশি 
ⓓ কনিষ্ক

05. কার উপাধি ছিল "কুনিক" ?
ⓐ কনিষ্ক
ⓑ হর্ষবর্ধন
ⓒ বিম্বিসার
ⓓ অজাতশত্রু 

06. 'সাঁচি স্তুপ' কে নির্মাণ করেন ?
ⓐ অজাতশত্রু
ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য 
ⓒ অশোক 
ⓓ হর্ষবর্ধন

07. কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান ?
ⓐ পটাশিয়াম ক্লোরেট  
ⓑ গ্লুকোজ 
ⓒ প্রোটিন 
ⓓ ফ্যাট 

08. মস হল একটি -
ⓐ  হাইড্রোফাইট 
ⓑ কেইফাইট
ⓒ লিথোফাইট  
ⓓ মেসোফাইট

09. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
ⓐ যকৃৎ
ⓑ ডিও ডেনাম
ⓒ অ্যালভিওলাই
ⓓ প্লীহা  

10.কত খ্রিস্টাব্দে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?
ⓐ 1498
ⓑ 1398 
ⓒ 1207
ⓓ 712

⬤ গণিত নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF

41. 5 জন লোক 5 দিনে 10 টি শাড়ি বুনতে পারে। 10 জন লোক 10 দিনে কয়টি শাড়ি বুনতে পারবে?
ⓐ 10
ⓑ 20
ⓒ 40  
ⓓ 50

42. A নলটি 20 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। অপরদিকে B নলটি 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করতে পারে। প্রতিটি নল একের পর এক 1 মিনিট করে খোলা থাকলে, চৌবাচ্চাটি কত তাড়াতাড়ি ভর্তি হবে যদি A নলটিকে আগে খোলা হয় ?
ⓐ 114 মিনিট
ⓑ 87⅓ মিনিট
ⓒ 115 মিনিট  
ⓓ 47⅙ মিনিট

43. 12 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত 2:3 হলে, কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 3:7 হবে ?
ⓐ 3 লিটার
ⓑ 5 লিটার
ⓒ 2 লিটার
ⓓ 4 লিটার  

44. শতকরা বার্ষিক 12½ টাকা হার সুদে কত টাকা 10 বছরে সুদে-আসলে 2250 টাকা হয় ?
ⓐ 1500 টাকা
ⓑ 1200 টাকা
ⓒ 900 টাকা
ⓓ 1000 টাকা  

45. কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে হয় 35% ?
ⓐ 6 লিটার  
ⓑ 8.4 লিটার
ⓒ 6.4 লিটার
ⓓ 8 লিটার

46. বছরের শুরুতে A, 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর B , 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে B কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় ?   [Copyright Vorsa.in] 
ⓐ 4 মাস
ⓑ 5 মাস
ⓒ 6 মাস
ⓓ 7 মাস  

47. এক ব্যক্তি 5000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা করল। ব্যাংকে প্রথম 3 বছর 4% হারে সুদ দেয়, পরবর্তী 2 বছর 5% হারে এবং শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। মোট সুদ নির্ণয় করো।
ⓐ 4000 টাকা
ⓑ 3000 টাকা
ⓒ 3500 টাকা
ⓓ 2000 টাকা  

48.   চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে 503316  সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য হবে ?
ⓐ 4
ⓑ 8
ⓒ 0  
ⓓ 2  

49. একটি পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নম্বর লেখার সময় একজন ছাত্রের নম্বর ভুল করে 77 এর পরিবর্তে 76 লেখায় গড় নম্বর হলো 55, প্রকৃত গড় নম্বর কত ?     [Copyright Vorsa.in]
ⓐ 59
ⓑ 60.5
ⓒ 55.01  
ⓓ 52.5

50. 119 টি কমলালেবু ও 187 টি আপেল কয়েকজন শিশুর মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো। শিশুদের সংখ্যা কত ?
ⓐ 11
ⓑ 13
ⓒ 17  
ⓓ 21

⬤ রিজনিং নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF   

71. 9, 13, 18, 24, 31, ?
ⓐ 39  
ⓑ 35
ⓒ 40
ⓓ 37

72. EXAMINATION - শব্দটি দিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না ?  [Copyright Vorsa.in]
ⓐ TAXI
ⓑ NATION
ⓒ XEROX  
ⓓ TOXIN

73. যদি MENTION শব্দটিকে সাংকেতিক ভাষায় LNEITNO লেখা হয়, তবে PATTERN শব্দটিকে কিভাবে লেখা হবে ?
ⓐ PTAETNR
ⓑ OTAETNR  
ⓒ OTAETRN
ⓓ ATTPREM

74. FACTOR : FOTCAR : : BANDIT : ?
ⓐ BNAIDT
ⓑ TNADIB
ⓒ TANDIB
ⓓ BIDNAT  

75. SHARP = 58034 ও PUSH = 4658 হয়, তবে RUSH = ?   [Copyright Vorsa.in]
ⓐ 3658  
ⓑ 3583
ⓒ 3863
ⓓ 3484
76. RESOURCES (এই শব্দটি দিয়ে নিচের বিকল্পগুলোর মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না)
ⓐ SOURCE
ⓑ RISE  
ⓒ POUR
ⓓ SOUR

77. EDUCATION -কে 540318976 লেখা হলে, DEDUCTION -কে তাহলে কিভাবে লেখা হবে ?
ⓐ 4541429862
ⓑ 45414231
ⓒ 454038976  
ⓓ 454083796

78. FOM : CLJ : : ? : ?
ⓐ RQS : POQ
ⓑ RAX : OXU  
ⓒ JKN : MNQ
ⓓ ACD : CEF

79. ছবিতে এক মহিলাকে দেখিয়ে রামু বলল, "আমার বাবার দুই সন্তান। এই মহিলার কন্যার পিসি হল আমার মায়ের কন্যা।" রামু মহিলাটির কে হন ?    [Copyright Vorsa.in]
ⓐ পুত্র
ⓑ শ্বশুর
ⓒ স্বামী  
ⓓ ভাসুর

80. Book : Pages : : ? : ?
ⓐ Writer : Write
ⓑ Pen : Write
ⓒ Car : Tyre  
ⓓ Tyre : Round

File Details :-
File Name :- Kolkata Police Constable Preli Practice Set 3 Bengali PDF 
File Language :- Bengali
File Size :- 564 KB
No. of Pages :- 13





Top Search : Kolkata Police practice set 2023, Kolkata Police Constable practice set book, কলকাতা পুলিশ প্রশ্ন 2023, Kolkata Police practice set pdf 2023, কলকাতা পুলিশ প্রশ্ন pdf, কলকাতা পুলিশ প্রাক্টিস সেট, Kp constable book pdf in bengali

No comments:

Post a Comment

×close ad