Breaking

Kolkata Police Constable Preli Practice Set 2 PDF

Kolkata Police Constable Preli Practice Set 2 Bengali PDF 
Kolkata Police Constable Preli Practice Set 2 PDF 

সুপ্রিয় বন্ধুরা,
কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Kolkata Police Constable Preliminary Practice Set 2 in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক 100টি প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

সুতরাং আর সময় অপচয় না করে এখনি নীচ থেকে Kolkata Police Practice Set 2 Bengali Pdf টি Download করে নাও । 

 Kolkata Police Constable Preli Practice Set 02

⬤ জিকে নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF  

01. রত্নাবলী কে রচনা করেন ?
ⓐ কালিদাস
ⓑ হরিষেণ 
ⓒ ভারবি 
ⓓ হর্ষবর্ধন  

02. অলিম্পিক গেমস্-এর নীতিবাক্য কি ?
ⓐ দ্রুততর, উচ্চতর এবং অধিকতর শক্তিশালী  
ⓑ চিরকালের জন্য উচ্চতার
ⓒ খেলা এবং খেলা
ⓓ চির চলনরত বা চির 

03. খেলার জগতে 'সানি' নামে পরিচিত কে ?
ⓐ বেঙ্গসরকার
ⓑ রবি শাস্ত্রী
ⓒ গাভাস্কার  
ⓓ কপিলদেব

04. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
ⓐ চার্লস ডারউইন
ⓑ দ্য ভ্রিস   
ⓒ ল্যামর্ক 
ⓓ ভাইসম্যান

05. লখনৌ নদীর উপকূলে অবস্থিত ?
ⓐ রবি
ⓑ যমুনা
ⓒ গোমতী  
ⓓ গঙ্গা

06. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ⓐ সিমুক  
ⓑ কৃষ্ণ
ⓒ প্রথম সাতকর্ণী 
ⓓ গৌতমী পুত্র সাতকর্ণী

07. 'ব্লু হাউস' কোন দেশের রাষ্ট্রপতির বাসভবন?
ⓐ রাশিয়া
ⓑ উ: কোরিয়া
ⓒ দক্ষিণ কোরিয়া  
ⓓ বাংলাদেশ

08. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর ——পাওয়া যায় ?
ⓐ উচ্চভাগে
ⓑ নিম্নভাগে  
ⓒ মধ্যভাগে
ⓓ উপরি-উক্ত কোনটিই নয়

09. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে ?
ⓐ 60 তম সংশোধনী
ⓑ 61 তম সংশোধনী  
ⓒ 62 তম সংশোধনী
ⓓ 63 তম সংশোধনী

10. কাকে কোষের মস্তিষ্ক বলে ?   Vorsa.in
ⓐ নিউক্লিয়াস  
ⓑ মাইটোকনড্রিয়া
ⓒ সাইটোপ্লাজমে
ⓓ উপরের কোনোটিই নয়

⬤ রিজনিং নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF

41. যদি সূর্য হয় চাঁদ, চাঁদ হয় পৃথিবী, পৃথিবী হয় আকাশ, আকাশ হয় নক্ষত্র, এবং নক্ষত্র হয় সূর্য, তবে পাখি কোথায় ওড়ে ?   Vorsa.in
ⓐ নক্ষত্র   
ⓑ চাঁদ
ⓒ আকাশ
ⓓ সূর্য

42. ASHA =79, তাহলে VINAY BHUSHAN =?
ⓐ 211
ⓑ 200
ⓒ 144
ⓓ 180   

43. রতন হল রত্নার ভাই। রত্না হল অঙ্কিতার মেয়ে এবং পরেশ হলো রতনের বাবা। অঙ্কিতা, পরেশের কে হন ?      Vorsa.in
ⓐ স্বামী
ⓑ স্ত্রী   
ⓒ নাতনি
ⓓ মেয়ে

44. Doctor : Patient : : ?
ⓐ ENGINEER : COMPUTER
ⓑ LAWYER : JUDGE   
ⓒ CROP : FARMAR
ⓓ PILOT : PLANE

45. পতঙ্গ : এন্টমোলজি :: সাপ : ?
ⓐ এগ্রোলজি
ⓑ অফিওলজি   
ⓒ মাইকোলজি
ⓓ সাইটোলজি

46. ইংরেজি অভিধান অনুযায়ী শব্দ গুলিকে পরপর সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে বসবে ?
ⓐ REPORT
ⓑ RHYTHM   
ⓒ RIPPLE
ⓓ REPEAL

47. _b_baaabb_a_ _bb_a_
ⓐ ABABBAA
ⓑ ABBAABA   
ⓒ BABAABA
ⓓ BAABAAB

48. যদি কোনো মাসের 23 তারিখ রবিবার হয়, তবে ওই মাসের দুই সপ্তাহ চারদিন আগে কি বার ছিল ?
ⓐ সোমবার
ⓑ মঙ্গলবার
ⓒ বুধবার   
ⓓ বৃহস্পতিবার

49. যখন A:B = 2:3, B:C = 4:7, C:D = 5:6 হয় তখন A:D কত হবে ?   Vorsa.in
ⓐ 11:16
ⓑ 13:19
ⓒ 28:57
ⓓ 20:63   

50. যদি 12 ই জানুয়ারি, 1980 শনিবার হয় তবে 12 ই জানুয়ারি, 1979 কি বার ছিল ?
ⓐ শনিবার
ⓑ শুক্রবার   
ⓒ রবিবার
ⓓ বৃহস্পতিবার


⬤ গণিত নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF

70. "কমলালেবু" যদি "মাখন", হয় "মাখন" যদি "সাবান" হয়, "সাবান" যদি "কালি" হয়, "কালি" যদি "মধু" হয়, এবং "মধু" যদি "কমলালেবু" হয়, তবে কাপড়-জামা ধুতে কি ব্যবহার করা হয়?
ⓐ কমলালেবু
ⓑ কালি   
ⓒ মধু
ⓓ মাখন

71. দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গ.সা.গু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত ?
ⓐ 77   
ⓑ 78
ⓒ 70
ⓓ 76

72. A:B = 2:3, B:C = 2:4 এবং C:D = 2:5 হলে A:D = ?
ⓐ 2:15   
ⓑ 2:5
ⓒ 1:5
ⓓ 3:5

73. তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:6:12, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির বর্গের থেকে 96 বেশি । সংখ্যা তিনটি কি কি ?   Vorsa.in
ⓐ 15, 12, 25
ⓑ 8, 12, 20
ⓒ 10, 12, 24   
ⓓ 12, 10, 15 

74. 5 টি মানুষ 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে । 6 টি মানুষ কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে ?   Vorsa.in
ⓐ 12
ⓑ 15   
ⓒ 16
ⓓ 20
75. একদিনে 20 জন লোক 75 টি প্যান্ট বানাতে পারে । একদিনে 30 টি প্যান্ট বানাতে কত জন লোক লাগবে ? 
ⓐ 10
ⓑ 15
ⓒ 9
ⓓ 8   

76. একটি ঘড়িতে 1 টার সময় 1 টি ঘণ্টা, 2 টোর সময় 2 টি ঘন্টা, 12 টার সময় 12 টি ঘন্টা বাজে ; 2 দিনের সময়কালে ঘড়িতে কতবার ঘন্টা বাজবে ?
ⓐ 48
ⓑ 264
ⓒ 312   
ⓓ 78

77. দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের পার্থক্য 69 । সংখ্যা দুটি নির্ণয় করো ।   Vorsa.in
ⓐ 69, 128
ⓑ 115, 184  
ⓒ 43, 112
ⓓ 128, 197

78. একজন ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে কিন্তু তার পুত্রের সহায়তার ফলে কাজটি সে 3 দিনে শেষ করে । তবে পুত্র একা কাজটি কতদিনে শেষ করবে ?
ⓐ 7.5 দিন   
ⓑ 6.5 দিন 
ⓒ 5.5 দিন 
ⓓ 8.5 দিন 

79. বার্ষিক 8% সুদের হারে 16250 টাকার 73 দিনের সরল সুদ নির্ণয় করো ?
ⓐ 460 টাকা
ⓑ 556 টাকা 
ⓒ 260 টাকা   
ⓓ 650 টাকা

80. 2 মিটার কাপড়ের দাম 80 টাকা হলে, 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা ?   Vorsa.in
ⓐ 120
ⓑ 140   
ⓒ 130
ⓓ 110

File Details :-
File Name :- Kolkata Police Constable Preli Practice Set 2 Bengali PDF 
File Language :- Bengali
File Size :- 564 KB
No. of Pages :- 13





Top Search : Kolkata Police practice set 2023, Kolkata Police Constable practice set book, কলকাতা পুলিশ প্রশ্ন 2023, Kolkata Police practice set pdf 2023, কলকাতা পুলিশ প্রশ্ন pdf, কলকাতা পুলিশ প্রাক্টিস সেট, Kp constable book pdf in bengali

No comments:

Post a Comment

×close ad