সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2023 কর্মী নিয়োগ | 5000 অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করুন
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2023 কর্মী নিয়োগ | 5000 অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করুন |
সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফে 5000 অ্যাপ্রেন্টিসের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য 262 জন কর্মীকে নিয়োগ করা হবে। তাছাড়া ভারতের সমস্ত নাগরিক এই পদ গুলিতে আবেদন করতে পারবেন ।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা (ছেলে-মেয়ে উভয়ই) এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কি ভাবে করবেন.. ?? এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ 2023 সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম :
i) অ্যাপ্রেন্টিস - Apprentice
⬤▶মোট শূন্যপদ :
i) মোট 5000 টি শূন্যপদ রয়েছে ।
⬤▶মাসিক বেতন :
i) Rs. 10000 - 15000 Per Month Stipend..
⬤▶আরও পড়ুন ঃ
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। উক্তপদের জন্য 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
⬤▶বয়সসীমা ঃ
চাকরি প্রার্থীর বয়স ন্যূনতম ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিতদের বয়সের ছাড় থাকছে।
⬤▶আবেদন ফি ঃ
◆ উক্ত পদে আবেদন করার জন্য
1. General দের ক্ষেত্রে ৮০০ টাকা + GST
2. SC+ST+মহিলাদের জন্য ৬০০ টাকা + GST
3. PWD দের জন্য ৪০০ টাকা + GST দিতে হবে ।
⬤▶নিয়োগ পদ্ধতি ঃ
◆ চাকরিপ্রার্থীদের লিখিত পরিক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে ।
- বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন
⬤▶আবেদন পদ্ধতি ঃ
ইচ্ছুক ব্যাক্তিরা উক্ত পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে । নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল সাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে । এবং সেই রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই চাকরিপ্রার্থীর সঠিক ইমেইল আইডি ও মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে (নির্দিষ্ট সাইজে) আপলোড করতে হবে ।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶ আরও চাকরির খবর পড়ুন ঃ
❏ CRPF কনস্টেবল নিয়োগ 2023
⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | 20শে মার্চ 2023 |
আবেদন শেষ | 3 এপ্রিল 2023 |
⬤▶ গুরুত্বপূর্ণ লিংক :
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
Official Notification | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
No comments:
Post a Comment