Breaking

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 | WB Health Recruitment 2023

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 | WB Health Recruitment 2023
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 | WB Health Recruitment 2023

সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে ইচ্ছুক ? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি রাজ্যের তরফে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 | WB Health Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ১৪৬ জন কর্মীকে নিয়োগ করা হবে। 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা (ছেলে-মেয়ে উভয়ই) এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম যোগ্যতা কি থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন.. ??  স্বাস্থ্য দপ্তরে কর্মী ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-  

পদের নাম : 
ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর - Clinical Instructor

মোট শূন্যপদ : 
মোট শুন্যপদ ১৪৬ টি রয়েছে ।

▶মাসিক বেতন : 
পে লেভেল অনুযায়ী প্রত্যেক মাসে ৩৫,৮০০/- টাকা থেকে ৯২,১০০/- টাকা পর্যন্ত বেতন।

আরও পড়ুন ঃ 


শিক্ষাগত যোগ্যতা ঃ

যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে M.Sc/ B.Sc Nursing -এ Digree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
   আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

বয়সসীমা ঃ

আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিতদের বয়সের ছাড় থাকছে।

আবেদন ফি ঃ

  ◆ উক্ত পদে আবেদন করার জন্য General ও OBC দের ক্ষেত্রে ২৫০ টাকা দিতে হবে তবে সংরক্ষিতদের ক্ষেত্রে (SC/ ST/ PWD/ মহিলা) কোনরকম টাকা দিতে হবে না । 

নিয়োগ পদ্ধতি ঃ

  ◆ চাকরিপ্রার্থীদের Academic Score- 75 Mark’s, Experience- 10 Mark’s and Interview- 15 Mark’s এর ভিত্তিতে নিয়োগ করা হবে ।
 

আবেদন পদ্ধতি ঃ

 
ইচ্ছুক ব্যাক্তিরা উক্ত পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা অফিসিয়াল সাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে । এবং সেই রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই চাকরিপ্রার্থীর সঠিক ইমেইল আইডি ও মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে (নির্দিষ্ট সাইজে) আপলোড করতে হবে ।

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আরও চাকরির খবর পড়ুন ঃ

 ❏ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023

 ⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু ০৬ ফেব্রুয়ারি ২০২৩
আবেদন শেষ  ২০ ফেব্রুয়ারি ২০২৩

▶ গুরুত্বপূর্ণ লিংক :


টেলিগ্রাম চ্যানেল Join Now
Official Notification  Click Here
Apply Now  Click Here
Official Website  Click Here

No comments:

Post a Comment

×close ad