রাজ্যের মহিলা চাকরি কর্মী দের জন্য বিরাট বড় সুখবর, সম্প্রতি রাজ্যের তরফে রাজ্যের ব্লকে ব্লকে প্রচুর আশা কর্মী নিয়োগ | WB Asha Karmi Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ১৭৪ জন মহিলা কর্মীকে নিয়োগ করা হবে।
যে সমস্ত মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন.. ?? আশা কর্মী ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম :
আশা কর্মী - Asha Karmi
⬤▶মোট শূন্যপদ :
মোট শুন্যপদ ১৭৪ টি রয়েছে ।
⬤▶শূন্যপদের বিন্যাস : পূর্ব বর্ধমান জেলার (Sadar North-70, Sadar South-38, Kalna-41, Katwa-23) সাব ডিভিশনে প্রার্থীদের নিয়োগ করা হবে।
⬤▶আরও পড়ুন ঃ
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ও সমোতুল্য পরিক্ষায় পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
⬤▶বয়সসীমা ঃ
১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
⬤▶আবেদন ফি ঃ
Nill
⬤▶ অন্যান্য যোগ্যতা ঃ
◆ প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
◆ আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। (কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই যোগ্য।
◆ এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।
⬤▶আবেদন পদ্ধতি ঃ
ইচ্ছুক ব্যাক্তিরা উক্ত পদটিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ফর্ম টি ডাউনলোড করে নিন । ফর্মটি অবশ্যই চাকরিপ্রার্থীর সঠিক শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টস সমস্ত দিয়ে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিন ।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
To The SDO & Member Secretary Asha Selection Committee, __ Sub Division, Purba Bardhaman.
⬤▶ আরও চাকরির খবর পড়ুন ঃ
❏ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023
⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | ০১ ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ |
⬤▶ গুরুত্বপূর্ণ লিংক :
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
Official Notification | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
No comments:
Post a Comment