গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | India Post GDS Recruitment 2023 |
সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করতে ইচ্ছুক ? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের তরফে মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | India Post GDS Recruitment 2023 Notification প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ডাক সেবক পদে 40,889 জন কর্মীকে নিয়োগ করা হবে। ভারতের সমস্ত নাগরিক এই পদ গুলিতে আবেদন করতে পারবেন ।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা (ছেলে-মেয়ে উভয়ই) এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কি ভাবে করবেন.. ?? এই গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম :
গ্রামীণ ডাক সেবক - GDS
⬤▶মোট শূন্যপদ :
মোট শুন্যপদ ৪০,৮৮৯টি রয়েছে (এর মধ্যে ২১২৭টি শুন্যপদ পশ্চিমবঙ্গের জন্য)।
⬤▶মাসিক বেতন :
ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) – ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।
এসিস্ট্যান্ট পোস্ট মাস্টার বা ডাক সেবক – (ABPM/Dak Sevak) – ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
⬤▶আরও পড়ুন ঃ
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার সমন্ধে জ্ঞান থাকতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶বয়সসীমা ঃ
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিতদের বয়সের ছাড় থাকছে।
⬤▶আবেদন ফি ঃ
◆ উক্ত পদে আবেদন করার জন্য General ও OBC দের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে তবে সংরক্ষিতদের ক্ষেত্রে (SC/ ST/ PWD/ মহিলা) কোনরকম টাকা দিতে হবে না ।
⬤▶নিয়োগ পদ্ধতি ঃ
◆ চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পরিক্ষার নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে
- বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন
⬤▶আবেদন পদ্ধতি ঃ
ইচ্ছুক ব্যাক্তিরা উক্ত পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে । নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা অফিসিয়াল সাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে । এবং সেই রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই চাকরিপ্রার্থীর সঠিক ইমেইল আইডি ও মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে (নির্দিষ্ট সাইজে) আপলোড করতে হবে ।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶ আরও চাকরির খবর পড়ুন ঃ
❏ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023
⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | ২৭শে জানুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
⬤▶ গুরুত্বপূর্ণ লিংক :
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
Official Notification | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
No comments:
Post a Comment