স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ 2022
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন -এর তরফে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেটরা (ছেলে ও মেয়ে উভয়ই) এই পদে আবেদন করতে পারবেন । এখানে আবেদন করতে হলে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে ।
তো বন্ধুরা উক্ত পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম : সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
⬤▶মোট শূন্যপদ : 990টি
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
i) এই পদে আবেদনের জন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে ব্যাচেলার ডিগ্রী সহ কম্পিউটার সাইন্স/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶বয়সসীমা ঃ
প্রার্থীর জন্ম তারিখ ১৯/১০/১৯৯২ থেকে ১৭/১০/২০০৪ তারিখ অনুযায়ী আবেদন কারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
⬤▶আবেদন ফি ঃ
উক্ত পদে আবেদন করার জন্য Unreserved আবেদন কারীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে ও Female / Ex-servicemen / ST / SC প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন ফি লাগবে না ।
⬤▶নিয়োগ পদ্ধতি ঃ
চাকরিপ্রার্থীদের কম্পিউটার বেসেড টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে উক্ত পদে নিয়োগ করা হবে।
⬤▶আবেদন পদ্ধতি ঃ
এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া লিংকে Apply অপশনে ক্লিক করে অথবা www.ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
❏ বয়সের প্রমাণপত্র
❏ জাতিগত শংসাপত্র
❏ বসবাসের প্রমাণপত্র
❏ অভিজ্ঞতার শংসাপত্র
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
❏ পাসপোর্ট সাইজ ছবি
❏ অন্যান্য নথিপত্র
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ৩০ই সেপ্টেম্বর ২০২২ |
আবেদন শেষ | ১৮ অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment