Nobel Prize 2022 Winners list in Bengali | নোবেল পুরস্কার 2022 তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করব Nobel Prize 2022 Winners list in Bengali | নোবেল পুরস্কার 2022 তালিকা PDF, যেটির মধ্যে নোবেল পুরস্কার 2022 প্রাপকদের নাম, বিভাগ এবং জন্মস্থানের নাম খুব সুন্দর ভাবে দেওয়া আছে । তোমরা সকলে জানো যে এই টপিকটি থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন থাকে । যেমন - সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২ বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার ২০২২ বিজয়ী, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ বিজয়ী দের নাম ? ইত্যাদি
সুতরাং, বন্ধুরা আর সময় অপচয় না করে এখনই নীচের Download বাটনে ক্লিক করে সম্পূর্ণ পিডিএফ টি ডাউনলোড করে নাও।
বিভাগ | বিজয়ী | দেশ |
---|---|---|
সাহিত্য | অ্যানি এরনো | ফ্রান্স |
চিকৎসা বিজ্ঞান | সান্তে প্যাবো | সুইডেন |
পদার্থ বিজ্ঞান | জন ক্লোজার অ্যালেন অ্যাসপেক্ট অ্যাটন জেলিঙ্গার |
আমেরিকা ফ্রান্স অস্ট্রিয়া |
রসায়ন বিজ্ঞান | ক্যারোলিন আর. বার্তোজী কার্ল ব্যারি শার্পলেস মর্টেন পি. মেলডাল |
আমেরিকা আমেরিকা ডেনমার্ক |
শান্তি | অ্যালেস বিয়ালিয়াতস্কি মেমোরিয়াল মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ |
বেলারুশ রাশিয়া ইউক্রেন |
অর্থনীতি | বেন এস. বারন্যাঙ্ক ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড ফিলিপ এইচ. ডিবভিগ |
আমেরিকা আমেরিকা আমেরিকা |
File Details :-
File Name :- Nobel Prize 2022 Winners list in Bengali | নোবেল পুরস্কার 2022 তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 0.6 MB
No. of Pages :- 01
No comments:
Post a Comment