Breaking

রাজ্যের DM অফিসে ক্লার্ক নিয়োগ 2022 || Murshidabad District Clerk Recruitment 2022

রাজ্যের DM অফিসে ক্লার্ক নিয়োগ 2022 || ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
রাজ্যের DM অফিসে ক্লার্ক নিয়োগ 2022 || Murshidabad District Clerk Recruitment 2022

সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি রাজ্যের Murshidabad জেলার DM অফিসের তরফে Murshidabad District Clerk Recruitment 2022 নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলার DM অফিসে প্রার্থীদের চুক্তিভিত্তিক সিস্টেমে ক্লার্ক পদে নিয়োগ করা হবে । 

এই ক্লার্ক পদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেটরা (ছেলে ও মেয়ে) উভয়ই আবেদন করতে পারবেন । এই পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না। এখানে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । 

উপরে উল্লেখিত Murshidabad DM Office Recruitment 2022 আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-

পদের নাম :  Retired Contractual Clerk


মোট শূন্যপদ : 84টি

মাসিক বেতন ঃ
এখানে প্রত্যেক মাসে 10,000/- টাকা দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা ঃ

 প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এর বিষয়ে এবং ডেটা এন্ট্রির সমন্ধে বেসিক নলেজ থাকতে হবে । এছাড়াও প্রার্থীর ফিজিক্যাল ফিট, মেন্টালি এলার্ট ও মেডিকেল ফিটনেস্ট সার্টিফিকেট করা থাকতে হবে।

বয়সসীমা ঃ

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি ঃ

উক্ত পদে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

আবেদন পদ্ধতি ঃ

এই পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই নীচের লিঙ্ক থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট আউট করুন। 
তারপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিলাপ করুন। 
নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টসগুলি যুক্ত করে সঠিক ঠিকানায় নির্দিষ্ঠ সময়ের মধ্যে জমা দিতে হবে। 
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ

❏ বয়সের প্রমাণপত্র 
❏ জাতিগত শংসাপত্র 
❏ বসবাসের প্রমাণপত্র 
❏ অভিজ্ঞতার শংসাপত্র 
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 
❏ কম্পিউটার সার্টিফিকেট 
❏ পাসপোর্ট সাইজ ছবি 
❏ অন্যান্য নথিপত্র

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ঃ

Office of the District Magistrate and Collector, Murshidabad Cantonment Road, P.O & P S- Berhampure, Dist-Murshidabad, Pin- 742101 ( Room No-208)
 
গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু 12/10/2022
আবেদন শেষ  14/11/2022
গুরুত্বপূর্ণ লিংক 


Official Notification  Download
Official Website Click Here
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

×close ad