Kolkata Police Constable Preli Practice Set in Bengali PDF
Kolkata Police Constable Preli Practice Set in Bengali PDF |
কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Kolkata Police Constable Preliminary Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক 100টি প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
Kolkata Police Constable Preli Practice Set 01
⬤ জিকে নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF
01. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল—
ⓐ বোম্বে হাইকোর্ট
ⓑ মাদ্রাজ হাইকোর্ট
ⓒ কলকাতা হাইকোর্ট
ⓓ এলাহাবাদ হাইকোর্ট
02. ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে, তা হল—
ⓐ মকরক্লান্তি রেখা
ⓑ নিরক্ষরেখ
ⓒ সুমেরু বৃত্ত
ⓓ কর্কটক্রান্তি রেখা
03. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়—
ⓐ ওডোরমিটার
ⓑ ক্রোনোমিটার
ⓒ ফ্যাদোমিটার
ⓓ গ্যালভানোমিটার
04. ‘উচ্চতাজনিত ভয়’ - কে বলা হয় ?
ⓐ অ্যাংলোফোবিয়া
ⓑ অ্যাক্রোফোবিয়া
ⓒ অ্যাগোরাফোবিয়া
ⓓ আরগোফোবিয়া
Copyright by Vorsa.in
05. ‘The future of India’ কার লেখা ?
ⓐ অনুরাগ মাথুর
ⓑ অমিতাভ ঘোষ
ⓒ বিমল জালান
ⓓ দীপক চোপড়া
06. ‘জ্যাব’ কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
ⓐ লন টেনিস
ⓑ বিলিয়ার্ড
ⓒ বক্সিং
ⓓ গফ্ল
07. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন ?
ⓐ নারায়ন দেবনাথ
ⓑ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ⓒ আশাপূর্ণ দেবী
ⓓ গগনেন্দ্রনাথ ঠাকুর
08. কোনো পরিবাহীর রোধ কীসের সমানুপাতিক?
ⓐ তড়িৎপ্রবাহ
ⓑ বিভব
ⓒ পরিবাহীর আয়তন
ⓓ পরিবাহীর দৈর্ঘ্য
09. ‘বাংলা ভাষায় প্রথম’ সংবাদপত্রের নাম কী ?
ⓐ সমাচার দর্পণ
ⓑ সংবাদ কৌমুদী
ⓒ সংবাদ প্রভাকর
ⓓ তত্ত্ববোধিনী পত্রিকা
10. কে ‘বিন্ধ্য অধিপতি’ নামে পরিচিত ?
ⓐ সিমুক
ⓑ গৌতমীপুত্র সাতকর্ণী
ⓒ অশোক
ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য
⬤ রিজনিং নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF
41. নীচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন—
1,6,15,?,45,66,91
ⓐ 25
ⓑ 26
ⓒ 28
ⓓ 27
42. A,B এর পুত্র। C,A এর ভাই। D,C এর পুত্র। A,D এর কে হয় ?
ⓐ ঠাকুরদা
ⓑ বাবা
ⓒ কাকা
ⓓ দাদু
43. যদি ‘SPIDER’ শব্দটিতে ‘PSDIRE’ কোড অক্ষরে লেখা হয়, তবে COMMON শব্দটি কোড অক্ষর কী হবে ?
ⓐ COMMON
ⓑ OCMONN
ⓒ OCMMNO
ⓓ OCOMMO
44. ভুল সংখ্যাটি বার করো—
56,72,90,110,132,150
ⓐ 56
ⓑ 90
ⓒ 110
ⓓ 150
45. Botany : Plants : : Entomology : ?
ⓐ Snakes
ⓑ Insects
ⓒ Birds
ⓓ Germs
46. কয়েকজনের একটি সারির দুইদিকের শেষপ্রান্ত থেকে আপনার স্থান 11 তম। সারিতে কতজন আছেন?
ⓐ 18
ⓑ 20
ⓒ 21
ⓓ 22
47. নীচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন—
2,5,9,19,37,?
ⓐ 73
ⓑ 75
ⓒ 76
ⓓ 78
48. যদি 'RADIO' শব্দটি 'PYBGM' কোড অক্ষরে লেখা হয়, তবে 'SCHOOL' শব্দটির কোড অক্ষর কী হবে ?
ⓐ QYFMMT
ⓑ PTFNNO
ⓒ QAFMMJ
ⓓ USQOON
49. লুপ্ত সংখ্যাটি কত ?
17 : 10 : : 26 : ?
ⓐ 20
ⓑ 17
ⓒ 15
ⓓ 19
50. নীচের শ্রেণীটিতে 'a' ও 'e'এর মধ্যবর্তী কতগুলি 'b' আছে ?
a b e c b a b c a b e a b c a b e a a a b e
ⓐ 2
ⓑ 3
ⓒ 4
ⓓ কোনটিই নয়
⬤ রিজনিং নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF
71. বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে ?
ⓐ 8 বছর 3 মাস
ⓑ 8 বছর 4 মাস
ⓒ 8 বছর 11 মাস
ⓓ 8 বছর 9 মাস
72. একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্য 320টি কমলালেবু বিক্রয় করল । তার শতকরা কত লাভ হল ? [Vorsa.in]
ⓐ 10%
ⓑ 15%
ⓒ 20%
ⓓ 25%
73. 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে । তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে ।
ⓐ 4 লিটার
ⓑ 6 লিটার
ⓒ 8 লিটার
ⓓ 10 লিটার
74. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গমিটার। তবে আয়তাকার বাগানের প্রস্থ কত ? [Vorsa.in]
ⓐ 3 মিটার
ⓑ 4 মিটার
ⓒ 6 মিটার
ⓓ 8 মিটার
75. S এবং R দুটি ট্রেন একই স্থান থেকে একই দিকে যথাক্রমে প্রতি ঘন্টায় 60 কিমি এবং 72 কিমি গতিবেগে রওনা দিল । দুটি ট্রেনেই লম্বায় 240 মিটার । R ট্রেনটি কত সময়ে S ট্রেন টিকে অতিক্রম করবে? [Vorsa.in]
ⓐ 2 মিনিট 25 সেকেন্ড
ⓑ 2 মিনিট 24 সেকেন্ড
ⓒ 1 মিনিট 25 সেকেন্ড
ⓓ 4 মিনিট 24 সেকেন্ড
76. যদি (a - b) = 3 এবং (a2+b2 ) = 29 হয়, তাহলে ab=?
ⓐ 20
ⓑ 10
ⓒ 18
ⓓ 16
77. দুপুর 12 টার পরে কোনও ঘড়ির মিনিটের কাটা 90° অগ্রগতি হয়। তবে ঘড়িতে কটা বাজে ?
ⓐ দুপুর 12 টা 15
ⓑ দুপুর 12 টা 25
ⓒ দুপুর 12 টা 35
ⓓ দুপুর 12 টা 50
78. যদি A:B = 2:3 এবং B:C = 4:5 হয়, তাহলে C:A = ? [Vorsa.in]
ⓐ 10:8
ⓑ 15:8
ⓒ 8:15
ⓓ 12:8
79. সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায় । তবে সময় কত ?
ⓐ 1 বছর
ⓑ 2 বছর
ⓒ 1.5 বছর
ⓓ 6 মাস
80. স্পিরিট ও জল কোন অনুপাতে মেশালে উৎপাদন মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে ? [Vorsa.in]
ⓐ 6:1
ⓑ 5:1
ⓒ 1:5
ⓓ 5:2
File Name :- Kolkata Police Constable Preli Practice Set in Bengali PDF
File Language :- Bengali
File Size :- 564 KB
No. of Pages :- 13
No comments:
Post a Comment