Breaking

Kolkata Police Constable Preli Practice Set in Bengali PDF

Kolkata Police Constable Preli Practice Set in Bengali PDF 
Kolkata Police Constable Preli Practice Set in Bengali PDF 

কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Kolkata Police Constable Preliminary Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক 100টি প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

Kolkata Police Constable Preli Practice Set 01

⬤ জিকে নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF

01. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল—
ⓐ বোম্বে হাইকোর্ট
ⓑ মাদ্রাজ হাইকোর্ট
ⓒ কলকাতা হাইকোর্ট 
ⓓ এলাহাবাদ হাইকোর্ট

02. ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে, তা হল—
ⓐ মকরক্লান্তি রেখা
ⓑ নিরক্ষরেখ
ⓒ সুমেরু বৃত্ত
ⓓ কর্কটক্রান্তি রেখা 

03. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়—
ⓐ ওডোরমিটার
ⓑ ক্রোনোমিটার
ⓒ ফ্যাদোমিটার 
ⓓ গ্যালভানোমিটার

04. ‘উচ্চতাজনিত ভয়’ - কে বলা হয় ?
ⓐ অ্যাংলোফোবিয়া 
ⓑ অ্যাক্রোফোবিয়া 
ⓒ অ্যাগোরাফোবিয়া 
ⓓ আরগোফোবিয়া
 Copyright by Vorsa.in

05. ‘The future of India’ কার লেখা ?
ⓐ অনুরাগ মাথুর
ⓑ অমিতাভ ঘোষ
ⓒ বিমল জালান 
ⓓ দীপক চোপড়া

06. ‘জ্যাব’ কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
ⓐ লন টেনিস
ⓑ বিলিয়ার্ড
ⓒ বক্সিং 
ⓓ গফ্ল 

07. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন ?
ⓐ  নারায়ন দেবনাথ
ⓑ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  
ⓒ আশাপূর্ণ দেবী
ⓓ গগনেন্দ্রনাথ ঠাকুর

08. কোনো পরিবাহীর রোধ কীসের সমানুপাতিক?
ⓐ তড়িৎপ্রবাহ
ⓑ বিভব
ⓒ পরিবাহীর আয়তন
ⓓ পরিবাহীর দৈর্ঘ্য  

09. ‘বাংলা ভাষায় প্রথম’ সংবাদপত্রের নাম কী ?
ⓐ সমাচার দর্পণ   
ⓑ সংবাদ কৌমুদী
ⓒ সংবাদ প্রভাকর
ⓓ তত্ত্ববোধিনী পত্রিকা

10. কে ‘বিন্ধ্য অধিপতি’ নামে পরিচিত ?
ⓐ সিমুক
ⓑ গৌতমীপুত্র সাতকর্ণী  
ⓒ অশোক
ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য

⬤ রিজনিং নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF

41. নীচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন—
1,6,15,?,45,66,91   
ⓐ 25
ⓑ 26
ⓒ 28 
ⓓ 27

42. A,B এর পুত্র। C,A এর ভাই। D,C এর পুত্র। A,D এর কে হয় ?
ⓐ ঠাকুরদা
ⓑ বাবা
ⓒ কাকা 
ⓓ দাদু

43. যদি ‘SPIDER’ শব্দটিতে ‘PSDIRE’ কোড অক্ষরে লেখা হয়, তবে COMMON শব্দটি কোড অক্ষর কী হবে ?                   
ⓐ COMMON 
ⓑ OCMONN
ⓒ OCMMNO 
ⓓ OCOMMO

44. ভুল সংখ্যাটি বার করো— 
56,72,90,110,132,150
ⓐ 56
ⓑ 90
ⓒ 110
ⓓ 150 

45. Botany : Plants : : Entomology : ?
ⓐ Snakes
ⓑ Insects 
ⓒ Birds
ⓓ Germs

46. কয়েকজনের একটি সারির দুইদিকের শেষপ্রান্ত থেকে আপনার স্থান 11 তম। সারিতে কতজন আছেন?                           
ⓐ 18
ⓑ 20
ⓒ 21 
ⓓ 22

47. নীচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন—
2,5,9,19,37,?
ⓐ 73
ⓑ 75 
ⓒ 76
ⓓ 78

48. যদি 'RADIO' শব্দটি 'PYBGM' কোড অক্ষরে লেখা হয়, তবে 'SCHOOL' শব্দটির কোড অক্ষর কী হবে ?              
ⓐ QYFMMT
ⓑ PTFNNO 
ⓒ QAFMMJ 
ⓓ USQOON 

49. লুপ্ত সংখ্যাটি কত ? 
17 : 10 : : 26 : ?       
ⓐ 20
ⓑ 17
ⓒ 15
ⓓ 19 

50. নীচের শ্রেণীটিতে 'a' ও 'e'এর মধ্যবর্তী কতগুলি 'b' আছে ?
a b e c b a b c a b e a b c a b e a a a b e
ⓐ 2
ⓑ 3
ⓒ 4 
ⓓ কোনটিই নয় 

⬤ রিজনিং নমুনা প্রশ্ন উত্তর ঃ Kolkata Police Practice Set PDF

71. বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে ?
ⓐ 8 বছর 3 মাস
ⓑ 8 বছর 4 মাস    
ⓒ 8 বছর 11 মাস
ⓓ 8 বছর 9 মাস

72. একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্য 320টি কমলালেবু বিক্রয় করল । তার শতকরা কত লাভ হল ?         [Vorsa.in]
ⓐ 10%
ⓑ 15%
ⓒ 20%
ⓓ 25%    

73. 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে । তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে ।
ⓐ 4 লিটার    
ⓑ 6 লিটার
ⓒ 8 লিটার
ⓓ 10 লিটার

74. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গমিটার। তবে আয়তাকার বাগানের প্রস্থ কত ?     [Vorsa.in]
ⓐ 3 মিটার
ⓑ 4 মিটার    
ⓒ 6 মিটার
ⓓ 8 মিটার 

75. S এবং R দুটি ট্রেন একই স্থান থেকে একই দিকে যথাক্রমে প্রতি ঘন্টায় 60 কিমি এবং 72 কিমি গতিবেগে রওনা দিল । দুটি ট্রেনেই লম্বায় 240 মিটার । R ট্রেনটি কত সময়ে S ট্রেন টিকে অতিক্রম করবে?           [Vorsa.in]
ⓐ 2 মিনিট 25 সেকেন্ড 
ⓑ 2 মিনিট 24 সেকেন্ড    
ⓒ 1 মিনিট 25 সেকেন্ড 
ⓓ 4 মিনিট 24 সেকেন্ড 

76. যদি (a - b) = 3 এবং (a2+b2 ) = 29 হয়, তাহলে ab=?
ⓐ 20
ⓑ 10
ⓒ 18    
ⓓ 16

77. দুপুর 12 টার পরে কোনও ঘড়ির মিনিটের কাটা 90° অগ্রগতি হয়। তবে ঘড়িতে কটা বাজে ?
ⓐ দুপুর 12 টা 15    
ⓑ দুপুর 12 টা 25
ⓒ দুপুর 12 টা 35
ⓓ দুপুর 12 টা 50

78. যদি A:B = 2:3 এবং B:C = 4:5 হয়, তাহলে C:A = ?              [Vorsa.in]
ⓐ 10:8
ⓑ 15:8    
ⓒ 8:15
ⓓ 12:8

79. সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায় । তবে সময় কত ?
ⓐ 1 বছর    
ⓑ 2 বছর 
ⓒ 1.5 বছর 
ⓓ 6 মাস 

80. স্পিরিট ও জল কোন অনুপাতে মেশালে উৎপাদন মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে ?  [Vorsa.in]
ⓐ 6:1
ⓑ 5:1    
ⓒ 1:5
ⓓ 5:2

File Details :-
File Name :- Kolkata Police Constable Preli Practice Set in Bengali PDF 
File Language :- Bengali
File Size :- 564 KB
No. of Pages :- 13





Top Search : Kolkata Police practice set 2022, Kolkata Police Constable practice set book, কলকাতা পুলিশ প্রশ্ন 2022, Kolkata Police practice set pdf 2022, কলকাতা পুলিশ প্রশ্ন pdf, কলকাতা পুলিশ প্রাক্টিস সেট, Kp constable book pdf in bengali

No comments:

Post a Comment

×close ad