Breaking

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর || EVS MCQ PDF in Bengali 2022 | প্রাইমারী টেট স্পেশাল প্র্যাকটিস সেট

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর || EVS PDF in Bengali 2022 || প্রাইমারী টেট স্পেশাল প্র্যাকটিস সেট 
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর || EVS MCQ PDF in Bengali 2022
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর || EVS PDF in Bengali 2022 | প্রাইমারী টেট স্পেশাল প্র্যাকটিস সেট ; যেটির মধ্যে সিলেবাসভিত্তিক ৩০টি পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

সুতরাং আর সময় অপচয় না করে এখনি নীচ থেকে পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF টি Download করে নাও । 

➽কিছু নমুনা প্রশ্নও উত্তর : [ পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF ] 

01. ইউট্রোফিকেশানের ফলে জলজ জিবকুলের - 
ⓐ অক্সিজেনের চাহিদা বাড়ে   
ⓑ অক্সিজেনের চাহিদা কমে
ⓒ অক্সিজেনের চাহিদা অপরিবর্তিত থাকে
ⓓ সবগুলিই ঠিক

02. BCF -এর পুরো নাম কী ?    
ⓐ বায়োকনজারভিশন ফ্যাক্টর
ⓑ বায়োকেমিক্যাল ফ্যাক্টর
ⓒ বায়ো কনসেনট্রেশন ফ্যাক্টর   
ⓓ বায়ো কনভেন্ট ফ্যাক্টর 

03. পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি?
ⓐ চার ভাগে
ⓑ তিন ভাগে
ⓒ দু-ভাগে   
ⓓ এর কোনওটিই নয়

04. নীচের কোনটি ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ নয়?
ⓐ সুন্দরী
ⓑ গরান
ⓒ গেওয়া 
ⓓ বাঁশ   

05. ফ্লাই অ্যাশ-এর উৎস কী ?
ⓐ তাপবিদ্যুৎ কেন্দ্র   
ⓑ ইটভাটা
ⓒ দাবানল
ⓓ রাইস মিল

06. গোরুর দুধে কোন কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে ?                 
ⓐ ডি ডি টি   
ⓑ কার্বারিল
ⓒ লিনডেন 
ⓓ ফ্লুরাডন

07. ইটাই-ইহাই বা আউচ-আউচ রোগের সংক্রমণ কী কারণে ঘটে ?                       
ⓐ মিথাইলে পারদের বিষক্রিয়ায় 
ⓑ ক্যাডমিয়ামের বিষক্রিয়ায়   
ⓒ দস্তার বিষক্রিয়ায়
ⓓ সীসার বিষক্রিয়ায় 

08. প্রকৃতির আঁচল কাকে বলা হয় ?
ⓐ জলাশয়
ⓑ অরণ্য   
ⓒ মরুভূমি
ⓓ এর কোনওটিই নয়

09. আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ ?
ⓐ কাণ্ড
ⓑ পাতা
ⓒ ফুল
ⓓ মূল   

10. মিনামাটা রোগ কী কারনে হয় ?
ⓐ আর্সেনিক দূষণ
ⓑ কপার সংক্রমণ
ⓒ ক্যাডমিয়াম সংক্রমণ
ⓓ মিথাইল পারদ সংক্রমণ   

File Details :-
File Name :- পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF
File Language :- Bengali
File Size :- 940 KB
File Location :- Google Drive
No. of Pages :- 04

Click Here To Dwonload 


Tags :: WB Primary TET practice set 2022 || WB Primary TET mock test || WB Primary TET math mock test || WB Primary TET practice set || WB Primary TET bengali practice set || WB Primary TET exam 2022 || WB Primary TET exam mock test class || WB Primary TET class || WB Primary TET mock test, WB Primary TET mock test, WB Primary TET free mock test 2022

No comments:

Post a Comment

×close ad