স্টেট ব্যাঙ্কে অফিসার পদে আবেদন আবেদন চলছে | SBI PO Recruitment 2022
ব্যাংক অফ বরোদাতে ম্যানেজার পদে কর্মী নিয়োগ চলছে |
সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি ব্যাঙ্ক অব বরোদা র তরফে Bank of Baroda Relationship Manager Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে Sr. Relationship Manager ও e-Wealth Relationship Manager পদে নিয়োগ করা হবে। ভারতের সমস্ত নাগরিক এই পদ গুলিতে আবেদন করতে পারবেন ।
যে সমস্ত চাকরিপ্রার্থী (ছেলে-মেয়ে উভয়ই) এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কি ভাবে করবেন এই Bank of Baroda Relationship Manager Recruitment 2022 Notification সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম :
i) Sr. Relationship Manager
ii) e-Wealth Relationship Manager
⬤▶মোট শূন্যপদ :
i) Sr. Relationship Manager - 320টি
ii) e-Wealth Relationship Manager - 24টি
⬤▶আরও পড়ুন ঃ
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
i) Sr. Relationship Manager
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। উক্ত পদের জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
ii) e-Wealth Relationship Manager
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। উক্ত পদের জন্য 1.5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶বয়সসীমা ঃ
i) Sr. Relationship Manager
01/10/2022 তারিখ অনুযায়ী 24 থেকে 80 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিতদের বয়সের ছাড় থাকছে।
ii) e-Wealth Relationship Manager
01/10/2022 তারিখ অনুযায়ী 24 থেকে 80 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিতদের বয়সের ছাড় থাকছে।
⬤▶আবেদন ফি ঃ
◆ উক্ত পদে আবেদন করার জন্য General ও OBC দের ক্ষেত্রে ৬০০ টাকা + GST দিতে হবে তবে সংরক্ষিতদের ক্ষেত্রে (SC/ ST/ PWD/ মহিলা) ১০০ টাকা + GST দিতে হবে।
⬤▶নিয়োগ পদ্ধতি ঃ
◆ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে ।
- বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন
⬤▶আবেদন পদ্ধতি ঃ
উক্ত পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া Apply লিঙ্কে ক্লিক করে অথবা Bank of Baroda অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶ আরও চাকরির খবর পড়ুন ঃ
❏ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ
⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | 30শে সেপ্টেম্বর 2022 |
আবেদন শেষ | 20ই অক্টোবর 2022 |
⬤▶ গুরুত্বপূর্ণ লিংক :
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
Official Notification | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
No comments:
Post a Comment