Breaking

SBI-তে 5008 টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে | SBI Clerk recruitment 2022

SBI-তে 5008 টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে | SBI Clerk recruitment 2022
SBI-তে 5008 টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে | SBI Clerk recruitment 2022

সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে SBI Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। ভারতের সব রাজ্য মিলিয়ে মোট 5008 টি শূন্যপদে Junior Associates (জুনিয়র অ্যাসোসিয়েট) পদে নিয়োগ করা হবে। 
যে সমস্ত চাকরিপ্রার্থী (ছেলে-মেয়ে উভয়ই) এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম স্নাতক পাস থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কি ভাবে করবেন এই  সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল- 

(Advertisement No. CRPD/CR/2022-23/15)

পদের নাম : Junior Associates

মোট শূন্যপদ : ৫০০৮টি

মাসিক বেতন :  শুরুতে প্রতিমাসে ১৯,৯০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা : 

যেকোনো বিষয়ে স্নাতক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে । 

বয়সসীমা : 

প্রার্থীদের বয়স ০১/০৮/২০২২ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে ।

আবেদন ফি : 

General/OBC/EWS -চাকরি প্রার্থীদের দের জন্য ৭৫০ টাকা, আর SC/ST/PwBD/ESM/DESM -প্রার্থীদের দের জন্য কোন আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি :

চাকরিপ্রার্থীদের প্রিলিমিনারি, মেন পরিক্ষা দিয়ে পাশ করতে হবে এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে হবে । 
সরাসরি SBI অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে - 
প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করুন, 
এরপর নির্ভুলভাবে ফর্ম ফিলাপ করতে হবে। 
ফর্মে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করুন। 
সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। 
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ 


আবেদন শুরু 07/09/2022
আবেদন শেষ  27/09/2022

গুরুত্বপূর্ণ লিংক সমূহ 


Official Notification  Download
Official Website Click Here
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

×close ad