Breaking

SBI Asha Scholarship 2022 | বার্ষিক ১৫০০০ টাকা | SBI আশা স্কলারশিপে এখনি আবেদন করুন

SBI Asha Scholarship 2022 | বার্ষিক ১৫০০০ টাকা | SBI আশা স্কলারশিপে এখনি আবেদন করুন 
SBI Asha Scholarship 2022 | বার্ষিক ১৫০০০ টাকা | SBI আশা স্কলারশিপে এখনি আবেদন করুন 

সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমরা আলোচনা করব আরও একটি দুর্দান্ত বেসরকারি স্কলারশিপ নিয়ে । পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য SBI Foundation এর তরফে SBI Asha Scholarship 2022 চালু করা হয়েছে । এই স্কলারশিপে ক্লাস 6 থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাশ করা প্রত্যেক ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন । 

এই SBI Asha Scholarship 2022 স্কলারশিপে কিভাবে আবেদন করবেন, কত টাকা পাওয়া যাবে, শিক্ষাগত যোগ্যতা ও কি কি ডকুমেন্টস দরকার বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদন ।

⬤ স্কলারশিপ টির নাম : SBI Asha Scholarship 2022
⬤ প্রদানকারী সংস্থা : SBI Foundation

⬤ টাকার পরিমান : যে সমস্ত ছাএ-ছাত্রীরা ক্লাস 6 - 12 অধ্যয়নরত তাদের প্রতিবছর 15,000 টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হবে । 

⬤ শিক্ষাগত যোগ্যতা : 

  ☉ এই স্কলারশিপ এ আবেদনকারী শিক্ষার্থীকে ক্লাস 6 থেকে 12 এর মধ্যে হতে হবে । 
 
  ☉ স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় 75% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে । 

  ☉ এই স্কলারশিপটি সমগ্র ভারতের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। তাই আবেদনকারি ভারতের বাসিন্দা হতে হবে । 

  ☉ এই স্কলারশিপে আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে 3 লক্ষ্য বা তার কম ।

⬤ প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ

SBI Asha Scholarship 2022 অনলাইন আবেদন করতে যেসব ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি নিচে দেওয়া হল-
 
১. জন্মের শংসাপত্র 
২. আধার কার্ড, প্যান কার্ড 
৩. পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট,
৪. চলতি বছরের ভর্তির প্রমাণ, প্রতিষ্ঠানের পরিচয়পত্র,
৫. আবেদনকারীর ব্যাঙ্কের পাসবুক,
৬. বার্ষিক Income Certificate
৭. আবেদনকারীদের পাসপোর্ট সাইজের ছবি।

⬤ আবেদন পদ্ধতি ঃ 

☉ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই Scholarship এর জন্য ইচ্ছুক তারা এই লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program 
☉ আপনার সামনে SBI Alo Scholarship এর Home Page ওপেন হবে । 
☉ ওই ওয়েবসাইটে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এ আবেদন করার  আগে সমস্ত তথ্যগুলি ভালোভাবে জেনে নিন, তারপর ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করুন ।
☉ ওই ওয়েবসাইটে একটি Register ID তৈরি করুন এবং সেই ID দিয়ে Scholarship এর জন্য Log In করুন।
☉ এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করুন।
☉ Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিন । সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করুন।

⬤ হেল্পলাইন নম্বর ঃ 

☉ Phone Number:- 011-430-92248 (Ext: 303) (Monday to Friday – 10:00AM to 6PM)
☉ Email ID:- sbiashascholarship@buddy4study.com 
☉ Official Website:- https://www.buddy4study.com/ 


গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু 09/09/2022
আবেদন শেষ  15/10/2022

গুরুত্বপূর্ণ লিংক 


Official Notification  Click Here
Official Website Click Here
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

×close ad