Breaking

SAI Recruitment 2022 | স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়ায় চাকরি

SAI Recruitment 2022 | স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়ায় চাকরি
SAI Recruitment 2022 | স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়ায় চাকরি

 সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি ইন্ডিয়ান স্পোর্টস অথোরিটির তরফে SAI Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস সায়েন্স এন্ড রিসার্চে ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট, ফিজিওলজিস্ট, নিউট্রিশনিস্ট ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেট ছেলে ও মেয়ে উভয়ই এই পদ গুলিতে আবেদন করতে পারবেন । এই পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে । 

তো বন্ধুরা Sports Authority of India Recruitment 2022 আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-

পদের নাম : Performance
Analysts
i) Physiotherapist- 20
ii) Strength & Conditioning Experts- 20
iii) Physiologist- 10
iv) Psychologist- 10
v) Biomechanics- 10
vi) Nutritionist- 10
vii) Anthropometrist- 13

মোট শূন্যপদ : 93টি
i) Physiotherapist- 20
ii) Strength & Conditioning Experts- 20
iii) Physiologist- 10
iv) Psychologist- 10
v) Biomechanics- 10
vi) Nutritionist- 10
vii) Anthropometrist- 13

মাসিক বেতন ঃ
60,000/- টাকা । 

শিক্ষাগত যোগ্যতা ঃ

i) এই পদগুলোতে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক হতে হবে। এবং এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে । তাই - আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

বয়সসীমা ঃ

এই পদে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন ফি ঃ

উক্ত পদে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি ঃ

চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি ঃ

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া লিংকে Apply অপশনে ক্লিক করে অথবা SAI ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।


প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ

❏ বয়সের প্রমাণপত্র 
❏ জাতিগত শংসাপত্র 
❏ বসবাসের প্রমাণপত্র 
❏ অভিজ্ঞতার শংসাপত্র 
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 
❏ পাসপোর্ট সাইজ ছবি 
❏ অন্যান্য নথিপত্র

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ১২ই সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ  ৩০শে সেপ্টেম্বর ২০২২
গুরুত্বপূর্ণ লিংক 


Official Notification  Download
Official Website Click Here
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

×close ad