Breaking

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে Assistant পদে কর্মী নিয়োগ | NABARD Recruitment 2022

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে Assistant পদে কর্মী নিয়োগ | NABARD Recruitment 2022
কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে Assistant পদে কর্মী নিয়োগ | NABARD Recruitment 2022

সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য রয়েছে আবারও বিরাট বড় সুখবর, সম্প্রতি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এখানে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং Development Assistant (Hindi) পদে নিয়োগ করা হবে ।

সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই পদে আবেদন করতে পারবেন । এই পদে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। 

উপরে উল্লেখিত NABARD Recruitment 2022 এ আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কিভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদন টি পড়ুন । 

পদের নাম : 
  ◆ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট  
  ◆ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (Hindi)


মোট শূন্যপদ : 
  ◆ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট - 173টি 
  ◆ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (Hindi)- 4টি 

মাসিক বেতন ঃ  
  ◆ ১৩,১৫০/- টাকা থেকে ৩৪,৯৯০/- টাকা পর্যন্ত । বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন ।  

শিক্ষাগত যোগ্যতা ঃ

  ◆ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে । তাছাড়াও হিন্দি পোস্টের জন্য হিন্দি ও ইংরেজি বিষয় নিয়ে স্নাতক পাশ হতে হবে। 

বয়সসীমা ঃ

  ◆ 01/9/2022 অনুযায়ী সর্বোচ্চ 21-35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে । 

আবেদন ফি ঃ

  ◆ উক্ত পদে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য উল্লেখ নেই । 

নিয়োগ পদ্ধতি ঃ

  ◆ চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে । 

আবেদন পদ্ধতি ঃ

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া লিংকে ক্লিক করে অথবা NABARD ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আরও চাকরির খবর পড়ুন ঃ

হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২
ফুড কর্পোরেশনে ৫০৪৩টি শূন্যপদে চাকরির আবেদন চলছে
SBI-তে 5008 টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন চলছে 

 ⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু 15/09/2022
আবেদন শেষ  10/10/2022

▶ গুরুত্বপূর্ণ লিংক :


টেলিগ্রাম চ্যানেল Join Now
Official Notification  Click Here
Official Website  Click Here

No comments:

Post a Comment

×close ad