Breaking

হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ | Hooghly Anganwadi Recruitment 2022

হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ | Hooghly Anganwadi Recruitment 2022
হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ | Hooghly Anganwadi Recruitment 2022

সুপ্রিয় বন্ধুরা,
আবারও পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি রাজ্যের হুগলী জেলার তরফে অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য চারটি আলাদা আলাদা সাব ডিভিশন অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি পদে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । এই পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না। 

উপরে উল্লেখিত হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ এ আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদন টি পড়ুন

পদের নাম : অঙ্গনওয়াড়ি কর্মী


মোট শূন্যপদ : ৪৩৫টি

▶ শূন্যপদের বিন্যাস ঃ হুগলী জেলার আরামবাগ সাব-ডিভিশন - ৯৮টি,‌ শ্রীরামপুর সাব-ডিভিশন - ৯০টি, সদর সাব-ডিভিশন - ১৩৫টি, ও চন্দননগর সাব-ডিভিশন - ১১২টি পদে নিয়োগ করা হবে ।  আরও বিস্তারিত নীচের নোটিসে পেয়ে যাবে । 

মাসিক বেতন ঃ
এখানে প্রত্যেক মাসে সম্ভবত ৪৫০০/- টাকা দেওয়া হবে । বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন ।  

শিক্ষাগত যোগ্যতা ঃ

পশ্চিমবঙ্গের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে অন্ততপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ঃ

প্রার্থীদের বয়স ১ এপ্রিল তারিখ অনুযায়ী ১৮ - ৬৫ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন ফি ঃ

উক্ত পদে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি ঃ

চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে । লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মিলে মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে । নম্বর বিভাজন লিখিত পরীক্ষা-৩৫ নম্বরের (গণিত-১০ নম্বর, ইংরেজি- ১০ নম্বর, জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান ও মর্যাদা-১০ নম্বর, সাধারণ জ্ঞান-৫ নম্বর), ৫ বছরের কাজের অভিজ্ঞতার উপর প্রতি ৩ বছরের জন্য ৫ নম্বর - এই অনুযায়ী-১০ নম্বর ও ইন্টারভিউতে-৫ নম্বর।

আবেদন পদ্ধতি ঃ

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.hoogly.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ

❏ বয়সের প্রমাণপত্র 
❏ অভিজ্ঞতার শংসাপত্র 
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 
❏ কাস্ট সার্টিফিকেট 
❏ পাসপোর্ট সাইজ ছবি 
❏ অন্যান্য নথিপত্র

 ⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু 14/09/2022
আবেদন শেষ  15/10/2022

▶ গুরুত্বপূর্ণ লিংক :


আরামবাগ সাব-ডিভিশন Click Here
শ্রীরামপুর সাব-ডিভিশন Click Here
সদর সাব-ডিভিশন Click Here
চন্দননগর সাব-ডিভিশন  Click Here
Official Website Click Here
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

×close ad