ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম PDF || ভারতের উচ্চতম, ভারতের দীর্ঘতম, ভারতের বৃহত্তম PDF
ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম PDF || ভারতের উচ্চতম, ভারতের দীর্ঘতম, ভারতের বৃহত্তম PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমি আপনাদের জন্য সাধারণ জ্ঞানের উপরে একটি গুরুত্বপূর্ণ টপিক তালিকা আকারে নিয়ে এসেছি । সেটি হল - ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম তালিকা PDF , এই পিডিএফ টিতে আপনারা ভারতের উচ্চতম, দীর্ঘতম ও বৃহত্তম এর আলাদা আলাদা সুন্দর তিনটি তালিকা পাবে । বর্তমান সময়ে বিভিন্ন পরিক্ষায় এই বিষয়ের উপর প্রায়ই প্রশ্ন আসে ।
সুতরাং, আর সময় অপচয় না করে । এখনি নীচ থেকে ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম তালিকা PDF টি ডাউনলোড করে নিন ।
ভারতের উচ্চতম তালিকা
ভারতের উচ্চতম | নাম |
---|---|
উচ্চতম স্ট্যাচু | স্ট্যাচু অব ইউনিটি |
উচ্চতম পর্বতশৃঙ্গ | কাঞ্চনজঙ্ঘা |
উচ্চতম জলপ্রপাত | কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটক |
উচ্চতম মন্দির | মীনাক্ষী মন্দির, মাদুরাই |
উচ্চতম রেলস্টেশন | ঘুম, দার্জিলিং |
উচ্চতম বাঁধ | তেহরি বাঁধ, উত্তরাখণ্ড |
উচ্চতম বিমানবন্দর | কুশোক বাকুলা রিমপোচে, লেহ, লাদাখ |
উচ্চতম রেডিও স্টেশন | লেহ রেডিও স্টেশন |
উচ্চতম স্তূপ | সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ |
উচ্চতম সড়কপথ | উমলিং লা পাস, লাদাখ |
উচ্চতম অট্টালিকা | বিকাশ মিনার, দিল্লী |
উচ্চতম হ্রদ | ছোলামু হ্রদ, সিকিম |
উচ্চতম দরজা | বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি |
উচ্চতম সৌধ চূড়া | কুতুবমিনার, দিল্লী |
ভারতের বৃহত্তম তালিকা
ভারতের বৃহত্তম | নাম |
---|---|
বৃহত্তম নগরী | মুম্বাই |
বৃহত্তম জাদুঘর | ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা |
বৃহত্তম বন্দর | মুম্বাই বন্দর |
বৃহত্তম গ্রন্থাগার | ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা |
বৃহত্তম উপহ্রদ | চিল্কা হ্রদ, ওড়িশা |
বৃহত্তম স্বাদু জলের হ্রদ | উলার হ্রদ, কাশ্মীর |
বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ | সম্বর হ্রদ, রাজস্থান |
বৃহত্তম গুহামন্দির | ইলোরা, মহারাষ্ট্র |
বৃহত্তম মরুভূমি | থর মরুভূমি, রাজস্থান |
বৃহত্তম মসজিদ | জামা মসজিদ, দিল্লী |
বৃহত্তম হিমবাহ | সিয়াচেন |
বৃহত্তম ব-দ্বীপ | সুন্দরবন |
বৃহত্তম চিড়িয়াখানা | আলিপুর চিড়িয়াখানা, কলকাতা |
বৃহত্তম মালভূমি | দাক্ষিণাত্যের মালভূমি |
বৃহত্তম কারাগার | তিহার সেন্ট্রাল জেল, দিল্লী |
বৃহত্তম রাজ্য (জনসংখ্যা অনুসারে) | উত্তরপ্রদেশ |
বৃহত্তম রাজ্য (আয়তন অনুসারে) | রাজস্থান |
বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর | ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী |
বৃহত্তম সমাধিসৌধ | তাজমহল, উত্তরপ্রদেশ |
বৃহত্তম জেলা | কচ্ছ, গুজরাট |
বৃহত্তম মেলা | কুম্ভ মেলা |
ভারতের দীর্ঘতম তালিকা
ভারতের দীর্ঘতম | নাম |
---|---|
দীর্ঘতম পর্বতমালা | হিমালয় |
দীর্ঘতম হিমবাহ | সিয়াচেন |
দীর্ঘতম নদী | গঙ্গা |
দীর্ঘতম উপনদী | যমুনা |
দীর্ঘতম খাল | ইন্দিরা গান্ধী খাল, রাজস্থান |
দীর্ঘতম নদী সেতু | ভূপেন হাজারিকা সেতু, আসাম |
দীর্ঘতম জাতীয় সড়ক | NH 44 |
দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম | গোরক্ষপুর, উত্তরপ্রদেশ |
দীর্ঘতম বাঁধ | হীরাকুদ বাঁধ, ওড়িশা |
দীর্ঘতম গুহা | অমরনাথ, জম্মু ও কাশ্মীর |
দীর্ঘতম ময়দান | গড়ের মাঠ, কলকাতা |
File Details :-
File Name :- ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম PDF
File Language :- Bengali
File Size :- 1 MB
No. of Pages :- 04
No comments:
Post a Comment