ফুড কর্পোরেশনে ৫০৪৩টি শূন্যপদে চাকরির আবেদন চলছে | FCI Recruitment 2022 Last Date
ফুড কর্পোরেশনে ৫০৪৩টি শূন্যপদে চাকরির আবেদন চলছে | FCI Recruitment 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকেও আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে FCI Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। ভারতের সব রাজ্য মিলিয়ে মোট 5043 টি শূন্যপদ রয়েছে, এই শূন্যপদ গুলিতে নন-এক্সিকিউটিভ পদে মেকানিকাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইত্যাদি বিষয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা (ছেলে-মেয়ে উভয়ই) এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং এই পদ গুলিতে নূন্যতম ডিপ্লোমা পাসেই আবেদন করা যাবে ।
উল্লেখিত এই শূন্যপদ গুলিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি FCI Recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম :
J.E. (Civil Engineering)
J.E. (Electrical Mechanical Engineering)
Steno. Grade-II
AG-III (General)
AG-III (Accounts)
AG-III (Technical)
AG-III (Depot)
AG-III (Hindi)
⬤▶মোট শূন্যপদ : ৫০৪৩টি
Zone-Wise Vacancy Details
Name of the Zone | No of Vacancy |
---|---|
North Zone | 2388 |
South Zone | 989 |
East Zone | 768 |
West Zone | 713 |
North East Zone | 185 |
Total | 5043 |
⬤▶মাসিক বেতন :
JE - টাকা 34000-103400
Steno. Grade-II - টাকা 30500-88100
AG-III - টাকা 28200- 79200
⬤▶শিক্ষাগত যোগ্যতা :
নোটিফিকেশনে উল্লেখিত বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার দরকার । তাই আপনারা নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
⬤▶বয়সসীমা :
প্রার্থীদের বয়স ০১/০৮/২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
⬤▶আবেদন ফি :
General/OBC/EWS -চাকরি প্রার্থীদের দের জন্য ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য কোন আবেদন মূল্য দিতে হবে না।
⬤▶নিয়োগ পদ্ধতি :
চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, টাইপিং স্পিড টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
⬤▶আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে হবে ।
সরাসরি FCI অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে -
প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করুন,
এরপর নির্ভুলভাবে ফর্ম ফিলাপ করতে হবে।
ফর্মে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করুন।
সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶প্রয়োজনীয় ডকুমেন্টস :
❏ বয়সের প্রমাণপত্র
❏ জাতিগত শংসাপত্র
❏ বসবাসের প্রমাণপত্র
❏ অভিজ্ঞতার শংসাপত্র
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
❏ কম্পিউটার সার্টিফিকেট
❏ পাসপোর্ট সাইজ ছবি
❏ অন্যান্য নথিপত্র
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 06/09/2022 |
আবেদন শেষ | 05/10/2022 |
গুরুত্বপূর্ণ লিংক
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment