রাজ্যে সমাজ কল্যাণ দপ্তরে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ | West Bengal Clerk And Group D Recruitment 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি রাজ্যের দার্জিলিং জেলার DM অফিসের তরফে Darjeeling DM Office Recruitment 2022 প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দার্জিলিং জেলার শিশু সুরক্ষা দপ্তরে সমাজ কল্যাণ দপ্তরে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অডারর্লি পদে কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেট ছেলে ও মেয়ে উভয়ই এই পদ গুলিতে আবেদন করতে পারবেন । এই পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না। এখানে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তো বন্ধুরা Darjeeling DM Office Recruitment 2022 আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম :
i) Bench Clerkii) Lower Division Clerk
iii) Orderly
⬤▶প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
⬤▶মোট শূন্যপদ : 10টি
i) Bench Clerk - 1টি
ii) Lower Division Clerk - 2টি
ii) Lower Division Clerk - 2টি
iii) Orderly - 7টি
⬤▶মাসিক বেতন ঃ
i) Bench Clerk - 13,500/- টাকা।
ii) Lower Division Clerk - 13,500/- টাকা।
iii) Orderly - 12,000/- টাকা।
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
i) Bench Clerk - এই পদে আবেদনের জন্য আবেদনকারী দের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
ii) Lower Division Clerk - এই পদে আবেদনের জন্য আবেদনকারী দের মাধ্যমিক পাশ হতে হবে।
iii) Orderly - এই পদে আবেদনের জন্য আবেদনকারী দের অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶বয়সসীমা ঃ
১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
⬤▶আবেদন ফি ঃ
উক্ত পদে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।
⬤▶নিয়োগ পদ্ধতি ঃ
চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, টাইপিং স্পিড টেস্ট, কম্পিউটার টেস্ট এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
⬤▶আবেদন পদ্ধতি ঃ
এই পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই নীচের লিঙ্ক থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট আউট করুন।
তারপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিলাপ করুন।
নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টসগুলি যুক্ত করে সঠিক ঠিকানায় নির্দিষ্ঠ সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
❏ বয়সের প্রমাণপত্র
❏ জাতিগত শংসাপত্র
❏ বসবাসের প্রমাণপত্র
❏ অভিজ্ঞতার শংসাপত্র
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
❏ কম্পিউটার সার্টিফিকেট
❏ পাসপোর্ট সাইজ ছবি
❏ অন্যান্য নথিপত্র
⬤▶আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ঃ
❏ The District Child Protection Officer, District Child Protection Unit, Office of the District Magistrate, Darjeeling, Kutchery Complex, Lebong Cart Road, Darjeeling-734101
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২১শে সেপ্টেম্বর ২০২২ |
আবেদন শেষ | ২১শে অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment