রাজ্যের DM অফিসে DEO নিয়োগ 2022 || ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
রাজ্যের DM অফিসে DEO নিয়োগ 2022 || ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি রাজ্যের দার্জিলিং জেলার DM অফিসের তরফে Darjeeling DM Office Recruitment 2022 প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলার ট্রেজারি বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে ।
এই ট্রেজারি বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেট ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন । এই পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না। এখানে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
উপরে উল্লেখিত Darjeeling DM Office Recruitment 2022 আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কি ভাবে করবেন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-
⬤▶পদের নাম : Data Entry Operator (DEO)
⬤▶মোট শূন্যপদ : 04টি
⬤▶মাসিক বেতন ঃ
এখানে প্রত্যেক মাসে 11000/- টাকা দেওয়া হবে ।
⬤▶শিক্ষাগত যোগ্যতা ঃ
পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
⬤▶বয়সসীমা ঃ
প্রার্থীদের বয়স 29শে সেপ্টেম্বর 2022 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
⬤▶আবেদন ফি ঃ
উক্ত পদে আবেদন করার জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।
⬤▶নিয়োগ পদ্ধতি ঃ
চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, টাইপিং স্পিড টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
⬤▶আবেদন পদ্ধতি ঃ
এই পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই নীচের লিঙ্ক থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট আউট করুন।
তারপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিলাপ করুন।
নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টসগুলি যুক্ত করে সঠিক ঠিকানায় নির্দিষ্ঠ সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
⬤▶প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
❏ বয়সের প্রমাণপত্র
❏ জাতিগত শংসাপত্র
❏ বসবাসের প্রমাণপত্র
❏ অভিজ্ঞতার শংসাপত্র
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
❏ কম্পিউটার সার্টিফিকেট
❏ পাসপোর্ট সাইজ ছবি
❏ অন্যান্য নথিপত্র
⬤▶আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ঃ
❏ Treasury Department in The Office of the District Magistrate, Darjeeling, Lebong Cart Rd.
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 12/09/2022 |
আবেদন শেষ | 29/09/2022 |
গুরুত্বপূর্ণ লিংক
Official Notification | Download |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment