প্রাইমারী টেট সিলেবাস 2023 PDF | primary tet syllabus 2023 in bengali
প্রাইমারী টেট সিলেবাস 2022 PDF | Primary TET Syllabus in Bengali PDF 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ শেয়ার করছি প্রাইমারী টেট সিলেবাস 2022 PDF | Primary TET Syllabus in Bengali PDF 2022, যেটির মধ্যে খুব সুন্দর ভাবে প্রাইমারী টেট পরিক্ষার সিলেবাস টি বাংলা ভাষায় দেওয়া আছে । এই সিলেবাস টির দ্বারা তোমরা সকলে জানতে পারবে যে পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট পরিক্ষায় কোন কোন বিষয় থেকে কি কি টপিক থাকবে বা পড়তে হবে ।
সুতরাং আর সময় অপচয় না করে নীচের লিঙ্কে ক্লিক করে প্রাইমারী টেট সিলেবাস 2022 PDF | Primary TET Syllabus in Bengali PDF টি ডাউনলোড করে নিন । এবং পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট সিলেবাস অনুযায়ী প্রস্তুতি শুরু করুন ।
❏ নিয়োগ প্রক্রিয়াঃ-
❶ লিখিত পরীক্ষা
❷ ইন্টারভিউ
প্রাইমারি টেট সিলেবাস ঃ লিখিত পরীক্ষা
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
---|---|---|
বাংলা | ৩০ | ৩০ |
ইংরেজি | ৩০ | ৩০ |
গণিত | ৩০ | ৩০ |
পরিবেশ বিজ্ঞান | ৩০ | ৩০ |
শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব | ৩০ | ৩০ |
মোট | ১৫০টি | ১৫০ |
❏ সিলেবাসের বিষয়বস্তু : সম্পুর্ণ PDF এ দেওয়া আছে ।
File Details :-
File Name :- প্রাইমারী টেট সিলেবাস 2022 PDF
File Language :- Bengali
File Size :- 958 KB
No. of Pages :- 03
No comments:
Post a Comment