ষোড়শ মহাজনপদ তালিকা PDF || ষোড়শ মহাজনপদ mcq pdf || রাজধানী ও বর্তমান অবস্থান
ষোড়শ মহাজনপদ তালিকা PDF || রাজধানী ও বর্তমান অবস্থান |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে ষোড়শ মহাজনপদ তালিকা PDFটি শেয়ার করছি, এই PDF টিতে উল্লেখযোগ্য ১৬টি মহাজনপদের নাম সঙ্গে তাদের রাজধানী ও বর্তমান অবস্থান খুব সুন্দরভাবে তালিকা করা হয়েছে। এই অংশ থেকে বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষা যেমন-WBCS বা অন্যান্য পরীক্ষাতে প্রশ্ন আসে । কারণ এটি ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় । তাই একজন চাকরি প্রার্থী হিসেবে ষোড়শ মহাজনপদ গুলি সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি।
সুতরাং আর সময় অপচয় না করে এখনি নীচ থেকে ষোড়শ মহাজনপদ তালিকা PDF টি সংগ্রহ করে নাও ।
❑ 'মহাজন' শব্দের অর্থ 'বৃহৎ রাজ্য'।
❑ বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুন্তর নিকায় থেকে ষোড়শ মহাজনপদের রাজ্য গুলি সম্পর্কে জানা যায় । খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা থেকে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালকে 'ষোড়শ মহাজনপদের যুগ' বলা হয়।
❑ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কোন ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। এই সময় ভারতে ষোলোটি ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়। এগুলি একত্রে 'ষোড়শ মহাজনপদ' নামে পরিচিত।
ষোড়শ মহাজনপদ তালিকা PDF
মহাজন | রাজধানী | বর্তমান অবস্থান |
---|---|---|
অবন্তী | উজ্জয়িনী/মহিষ্মতি | মালয় |
কাশী | বারানসী | বারানসী/বেনারস |
অঙ্গ | চম্পা | পূর্ব বিহার |
গান্ধার | তক্ষশীলা | পেশোয়ার ও রাওয়ালপিন্ডি |
মগধ | রাজগৃহ/পাটলিপুত্র | দক্ষিন বিহার/পাটনা ও গয়া |
অশ্মক | পোটানা/পোটালি | গোদাবরীর দক্ষিন তীর |
কোশল | শ্রাবস্তী | লক্ষ্ণৌ, ফৈজাবাদ, গোন্ডা |
পাঞ্চাল | অহিছত্র/কাম্পিল্য | বেরিলি, বদায়ুন, ফরাক্কাবাদ |
বৎস | কৌশাম্বী | এলাহাবাদ |
কম্বোজ | রাজপুর | দক্ষিন-পশ্চিম কাশ্মীর |
কুরু | ইন্দ্রপ্রস্থ | স্থানেশ্বর, দিল্লি, মিরাট |
বৃজি | বৈশালী | মজঃফরপুর(উত্তর বিহার) |
মৎস্য | বিরাটনগর | জয়পুর, আলোয়ার ও ভরতপুর |
চেদি | শুকতি মতি | যমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান |
সূরসেন | মথুরা | মথুরা |
মল্ল | কুশিনারা/পাবা | গোরক্ষপুর |
File Details :-
File Name :- ষোড়শ মহাজনপদ তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 01
Tags :: এক নজরে ষোড়শ মহাজনপদ গুলিএবং মনে রাখার সহজ উপায় ; ষোড়শ মহাজনপদ তালিকা PDF || ষোড়শ মহাজনপদ mcq pdf ; ষোড়শ মহাজনপদ - ১৬ মহাজনপদ ; ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর ; ষোড়শ মহাজনপদ mcq ; ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো; ষোড়শ মহাজনপদ সম্পর্কে টীকা লেখ ; ষোড়শ মহাজনপদ এর বৈশিষ্ট্য ; ষোড়শ মহাজনপদ টীকা pdf ; ষোড়শ মহাজনপদ mcq pdf
No comments:
Post a Comment