সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 | আবেদন পদ্ধতি | সীতারাম জিন্দাল স্কলারশিপ last date
সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 |
সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 বিস্তারিত
পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর । আজকে আমরা আলোচনা করব সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 সম্বন্ধে । তোমরা হয়তো জানো সরকারি স্কলারশিপ এ আবেদন করার জন্য কিছু শর্ত থাকে, যেমন তুমি 1 টির বেশি স্কলারশিপে আবেদন করতে পারবে না । কিন্তু বেসরকারি ক্ষেত্রে এরকম কোন লিমিট নেই তুমি তোমার ইচ্ছা মতো আবেদন করতে পারো । আর আজকে আমরা যে স্কলারশিপ টির সম্বন্ধে আলোচনা করছি সেটিতে সবাই আবেদন করতে পারবেন । এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতার নাম্বার সহ কত টাকা করে পাওয়া যাবে তার বিস্তারিত নীচে জানানো হলো।
⦿ সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 :: দুর্দান্ত এই স্কলারশিপে আবেদন করলে প্রত্যেক ছাত্র-ছাত্রী প্রতিমাসে 500 টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবে । এই স্কলারশিপে SC/ST/OBC/GEN সবাই আবেদন করতে পারবে ।
❏ সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 :: আবেদনের যোগ্যতা
❏ ক্যাটাগরি A :: যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11 ও 12 এ পড়াকালীন আবেদন করতে ইচ্ছুক তাদের Previous Year এর পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে 65% ও ছাত্রীদের ক্ষেত্রে 60% নম্বর থাকতে হবে ।
❏ ক্যাটাগরি B :: যে সমস্ত ছাত্র-ছাত্রী সরকারি ও বেসরকারি ITI পড়াকালীন অবস্থায় আবেদন করতে ইচ্ছুক তাদের Previous Year এর পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে 45% ও ছাত্রীদের ক্ষেত্রে 35% নম্বর থাকতে হবে ।
❏ ক্যাটাগরি C :: যে সমস্ত ছাত্র-ছাত্রীরা গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট কোর্সে পড়াকালীন অবস্থায় আবেদন করতে ইচ্ছুক তাদের Previous Year এর পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে 65% ও ছাত্রীদের ক্ষেত্রে 60% নম্বর থাকতে হবে ।
❏ ক্যাটাগরি D :: যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ডিপ্লোমা কোর্স পড়াকালীন অবস্থায় আবেদন করতে ইচ্ছুক তাদের Previous Year এর পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে 55% ও ছাত্রীদের ক্ষেত্রে 50% নম্বর থাকতে হবে ।
❏ ক্যাটাগরি E :: যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্স পড়াকালীন অবস্থায় আবেদন করতে ইচ্ছুক তাদের Previous Year এর পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে 65% ও ছাত্রীদের ক্ষেত্রে 60% নম্বর থাকতে হবে ।
⦿ সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 :: টাকার পরিমান
❏ ক্যাটগরি A :: Class 11& 12 এ প্রতি মাসে - ৭০০/- টাকা (ছাত্রী) এবং ৫০০/- টাকা (ছাত্র) পাবে ।
❏ ক্যাটাগরি B :: ITI ছাত্র-ছাত্রীরা প্রতি মাসে - ৫০০/- টাকা (সরকারী ITI) এবং ৭০০/- টাকা (বেসরকারী ITI) পাবে ।
❏ ক্যাটাগরি C :: (Graduate & Post Graduate) গ্র্যাজুয়েট কোর্সে প্রতি মাসে-
১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী)
৮০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র)
১০০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
১২০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে) পোষ্ট গ্র্যাজুয়েট কোর্স
১২০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) ১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র)
১২০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
১৫০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)
❏ ক্যাটাগরি D :: ডিপ্লোমা কোর্সে প্রতি মাসে- ১২০০/- টাকা (ছাত্রী) এবং ১০০০/- টাকা (ছাত্র) পাবে ।
❏ ক্যাটগরি E :: ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সে প্রতি মাসে-
১৭০০/-টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী)
১৫০০/- টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র)
২০০০/- টাকা (মেডিক্যালের ছাত্রী)
১৮০০/- টাকা (মেডিক্যালের ছাত্র)
২৫০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্রী)
২৩০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্র)
⦿ সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 :: কিভাবে আবেদন করবেন ?
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট কোষ গুলিতে উল্লেখিত শতাংশ নম্বর নিয়ে পাস করেছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন । সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে একদম নিচের লিংকে ক্লিক করে সম্পূর্ণ এপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে.. সঠিকভাবে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ।
⦿ সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073
⦿ সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 :: আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
❏ বিগত বছরের পরিক্ষার মার্কশিট কপি।
❏ ইনকাম সার্টিফিকেট।
❏ বার্থ সার্টিফিকেট কপি
❏ পাসপোর্ট সাইজের কালার ছবি।
❏ হোস্টেলে থাকলে তার প্রমাণপত্র।
❏ মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।
❏ সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, Medical এবং MBA )
❏ শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র।
No comments:
Post a Comment