Breaking

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDF || বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDF || বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF
বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDF || বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ শেয়ার করতে চলেছি বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDF । যেটির মধ্যে পৃথিবী ইতিহাসে উল্লেখযোগ্য নদীকেন্দ্রীক সভ্যতার নামের তালিকা রয়েছে। আমরা প্রাচীন ইতিহাস বই পড়ার সময় একাধিক এইরকম সভ্যতার পরিচয় পাই। তাই আমরা লক্ষ্য করেছি এই টপিক থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে; যেমন- মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ?  মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?  ইত্যাদি। 

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা


নদী সভ্যতার নাম
রাইন নদী সেলটিক/কেলটিক সভ্যতা
সিন্ধু নদী মহেঞ্জোদাড়ো সভ্যতা
নীলনদ মিশরীয় সভ্যতা
টাইবার নদী রোমান সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী মেসোপটেমিয়া সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী ব্যাবিলনীয় সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী সুমেরীয় সভ্যতা
রাভী বা ইরাবতী নদী হরপ্পা সভ্যতা
বাদুর নদী রংপুর সভ্যতা
টাইগ্রীস নদী অ্যাসেরীয় সভ্যতা
হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদী চীন সভ্যতা
 নদীমাতৃক সভ্যতার তালিকাটি পিডিএফে আছে

File Details :-
File Name :- বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDF 
File Language :- Bengali
File Size :-  356 KB
No. of Pages :- 01

No comments:

Post a Comment

×close ad