Breaking

পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদনকারী জেলাভিত্তিক তালিকা PDF

পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদক অঞ্চল তালিকা || পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদন জেলাভিত্তিক PDF
পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদনকারী জেলাভিত্তিক তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা তালিকা PDFটি আপনাদের সাথে শেয়ার করছি । যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন জেলায় কোন খনিজ সম্পদ পাওয়া যায় এবং আমরা সেই তথ্য সুন্দর ভাবে বাংলায় সাজিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গ খনিজ সম্পদ অধ্যায় থেকে চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা খনি আছে ? রানীগঞ্জ কয়লা খনি কোথায় অবস্থিত ? ইত্যাদি।

সুতরাং আর সময় নষ্ট না করে এখনি নীচ থেকে পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা তালিকা PDFটি অফলাইনে পড়ার জন্য সংগ্রহ করুন ।  
পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলাভিত্তিক তালিকা


খনিজ উত্পাদনকারী জেলা
কয়লা জলপাইগুড়ি, পুরুলিয়া, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, বীরভুম, কালিম্পং
চুনাপাথর পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং
আকরিক লোহা পুরুলিয়া, বাঁকুড়া
চীনা মাটি বীরভুম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর
ফায়ার ক্লে পশ্চিম বর্ধমান, বীরভুম
ডলোমাইট জলপাইগুড়ি
অ্যাপেটাইট পুরুলিয়া
গ্রাফাইট পুরুলিয়া, দার্জিলিং
অভ্র বা মাইকা পুরুলিয়া, বাঁকুড়া
ম্যাঙ্গানিজ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান
কায়নাইট পুরুলিয়া
অ্যাসবেসটস পশ্চিম মেদিনীপুর
বেস মেটাল দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া
পাইরাইট পুরুলিয়া
উলফ্রাম বাঁকুড়া
তামা জলপাইগুড়ি, দার্জিলিং, বর্ধমান, পুরুলিয়া, বীরভুম
টাইটেনিয়াম পুরুলিয়া
ব্যারাইট পুরুলিয়া
গিরিমাটি বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদনকারী জেলাভিত্তিক তালিকা PDF
File Language :- বাংলা
File Size :-  0.7 MB
No. of Pages :- 02


No comments:

Post a Comment

×close ad