Breaking

কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF || Administration of Oath of Office

কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF || Administration of Oath of Office
কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF || Administration of Oath of Office

সুপ্রিয় বন্ধুরা,
আজ ভারতের কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF টি শেয়ার করছি । যেটির মধ্যে পদাধিকারী ব্যক্তিদের যিনি শপথ বাক্য পাঠ করান, সেই তালিকা সুন্দর ভাবে দেওয়া আছে। বিগত বিভিন্ন পরিক্ষায় রাষ্ট্রবিজ্ঞান ও সংবিধানের অংশ হিসাবে এই টপিকটি থেকে প্রশ্নও এসেছিল তাই আগত বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভবনা প্রবল রয়েছে..তাই আজকের এই ছোট (কে কাকে শপথ বাক্য পাঠ করান) তালিকাটি আপনাদের সাথে শেয়ার করলাম । 

সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে কে কাকে শপথ বাক্য পাঠ করান তালিকাটির PDFটি ডাউনলোড করে নাও।
কে কাকে শপথ বাক্য পাঠ করান

পদাধিকারী শপথ বাক্য পাঠ করান
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি
লোকসভার স্পিকার রাষ্ট্রপতি
লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি
মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি
মুখ্যমন্ত্রী রাজ্যপাল
রাজ্যপাল হাইকোর্টের প্রধান বিচারপতি
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি
RBI গভর্নর রাষ্ট্রপতি
হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল
হাইকোর্টের অন্যান্য বিচারপতি রাজ্যপাল
অ্যাডভোকেট জেনারেল রাজ্যপাল
সলিসিটর জেনারেল রাষ্ট্রপতি
PSC চেয়ারম্যান রাষ্ট্রপতি
রাজ্য PSC চেয়ারম্যান রাজ্যপাল
MP রাষ্ট্রপতি
MLA রাজ্যপাল
প্ল্যানিং কমিশনের সদস্য প্রধানমন্ত্রী
প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি
File Details :-
File Name :- কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF || Administration of Oath of Office
File Language :- English
File Size :-  0.7 MB
No. of Pages :- 02


2 comments:

×close ad