Breaking

WBJEE ANM & GNM Question Paper 2022 in Bengali PDF || ANM & GNM 2022 প্রশ্নপত্র PDF

WBJEE ANM & GNM Question Paper 2022 in Bengali PDF | ANM & GNM 2022 প্রশ্নপত্র PDF | নার্সিং এনট্রান্স প্রশ্নপত্র 2022
ANM & GNM 2022 প্রশ্নপত্র PDF | নার্সিং এনট্রান্স প্রশ্নপত্র 2022
সুপ্রিয় বন্ধুরা ,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো WBJEE GNM & ANM Question Paper 2022 in Bengali PDF। ANM & GNM 2022 প্রশ্নপত্র PDF। যেটির মধ্যে প্রথম ও দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র দেওয়া আছে। এই WBJEE GNM & ANM Question Paper 2022 PDF টির মাধ্যমে তোমরা WBJEE GNM & ANM 2022 নার্সিং এনট্রান্স পরিক্ষার প্রশ্নপত্র কি ধরণের হয়েছিল সেই সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। এবং এই PDF টি আগত WBJEE GNM & ANM এনট্রান্স 2023 পরিক্ষার প্রস্তুতি তে অনেক সাহায্য করবে ।

সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে ANM & GNM 2022 প্রশ্নপত্র PDF টি সবাই Download করে নিন । 

➤ কিছু নমুনা প্রশ্ন :: 1st Shift ANM & GNM 2022 প্রশ্নপত্র PDF

লিউকোপ্লাস্টস যাদের কোষে পাওয়া যায় -
🄰 প্রাণী 
🄱 ছত্রাক 
🄲 ব্যাকটেরিয়া
🄳 উদ্ভিদ

উটের লোহিত রক্ত কণিকার আকার হলো 
🄰 গোলাকার
🄱 ডিম্বাকার
🄲 বহুতলক
🄳 দন্ডাকার 

মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
🄰 কানের ক্ষুদ্রঅস্থি সমূহ 
🄱 ওভাল উইন্ডো 
🄲 অর্ধবৃত্তাকার নালী
🄳 ইউস্টেটিয়ান নালী

মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো 
🄰 মেরুদন্ড
🄱 সেরিবেলাম
🄲 সেরিব্রাম 
🄳 ব্রেন স্টেম 

প্রখ্যাত শ্রীমতি মীরা সাহেব প্রতিমা বিবি কে ছিলেন ?
🄰 পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
🄱 পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি 
🄲 ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
🄳 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

কাকে উড়ন্ত শিখ বলা হয় ?
🄰 মিলখা সিং 
🄱 পি টি ঊষা
🄲 জগজিৎ সিং
🄳 সৌরভ গাঙ্গুলী

ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় ?
🄰 ব্যাঙ্গালোর
🄱 আগ্রা
🄲 যোধপুর
🄳 দিল্লি

File Details :-
File Name :- ANM & GNM 2022 প্রশ্নপত্র PDF | নার্সিং এনট্রান্স প্রশ্নপত্র 2022 (1st & 2nd Shift)
File Language :- Bengali
File Size :- 05 MB + 5 MB 
No. of Pages :- 20 + 20


No comments:

Post a Comment

×close ad