স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি || বিকাশ ভবন স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি || বিকাশ ভবন স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি || বিকাশ ভবন স্কলারশিপ 2022
পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনেকদিন আগেই চালু করেছেন । এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর এমনকি পলিটেকনিক পিএইচডি ও ডিপ্লোমা কোর্স গুলি সহ প্রত্যেক ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন ।
এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলে বার্ষিক 12 হাজার টাকা থেকে শুরু করে সে 96 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন । এই স্কলারশিপে ST/SC/OBC/GEN সবাই আবেদন করতে পারবেন। স্কলারশিপের টাকা মাসিক হিসাব হলেও রাজ্য সরকার একসাথে বছরে মোট টাকা একসঙ্গে ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে সরাসরি পাঠিয়ে দেয় ।
◉ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 :: আবেদনের যোগ্যতা :-
1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
2. পারিবারিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা কিংবা তার কম হতে হবে ।
3. পশ্চিমবঙ্গের মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠরত থাকতে হবে ।
4. যারা মাধ্যমিক পাস আবেদন করবেন তাদের মাধ্যমিকে ৬০% নাম্বার নিয়ে পাস করতে হবে।
5. যারা উচ্চমাধ্যমিক পাস আবেদন করবেন তাদের উচ্চমাধ্যমিকে ৬০% নাম্বার নিয়ে পাস করতে হবে।
6. স্নাতক পাস করে যারা আবেদন করবেন তাদের ৫৩% নম্বর নিয়ে পাস করতে হবে ।
7. যে সমস্ত ছাত্র-ছাত্রী পলিটেকনিক/ ডিপ্লোমা কোর্স দিয়ে আবেদন করবেন তাদের ৬০% নাম্বার নিয়ে পাশ করতে হবে ।
8. এই স্কলারশিপ পাওয়ার জন্য পরবর্তী ক্লাসে ভর্তি হওয়া বাধ্যতামূলক, তাছাড়া আপনি এই স্কলারশিপ পাবেন না ।
9. যারা কন্যাশ্রী K1 & K2 পেয়েছে, তাদের মধ্যে যদি স্নাতকোত্তরে ৪৫% নাম্বার নিয়ে ভর্তি হয় তাহলে তারা ২৪ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে ।
10. যে সমস্ত ছাত্র-ছাত্রী D.El.Ed ও B.Ed বর্তমানে করছেন এই বছর তোমরাও আবেদন করতে পারবে ।
◉ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 :: মাসিক কত টাকা পাওয়া যায় ?
নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন, এখানে মাসিক হিসেবে টাকা উল্লেখ করা আছে। যেহেতু আপনারা ১২ মাস পরে টাকাটা পাবেন সেই নিরিখে ১২ গুণ করে হিসাব করে নেবেন ।
◉ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 :: আবেদন পদ্ধতি
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ সরাসরি অনলাইনে www.svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১) প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিচে দেওয়া হল-
উচ্চমাধ্যমিক স্তর: Directorate of School Education (DSE)
স্নাতক ও স্নাতকোত্তর স্তর: Directorate of Public Instruction (DPI
মেডিকেল কোর্স: Directorate of Medical Education (DME)
পলিটেকনিক কোর্স: Directorate of Technical Education and Training (DTE&T)
ইঞ্জিনিয়ারিং: Directorate of Technical Education (DTE)
২) ‘Directorate’ নির্বাচন করে আবেদনকারীর নাম, Mobile Number, Email ID সহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।
৩) ‘Application ID’ ও Password দিয়ে Log In করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার শেষের দিকে দেখে নিতে হবে সবকিছু সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা, কারণ আবেদন করার সময় কোন ভুল হয়ে গেলে পরবর্তী সময়ে স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে।
◉ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 :: প্রয়োজনীয় ডকুমেন্টস
বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ -এর অনলাইন আবেদন করতে যেসব ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি নিচে দেওয়া হল-
১) জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
২) শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা স্নাতক ইত্যাদি)
৩) শেষ পরীক্ষার এডমিট কার্ড
৪) পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র
৫) আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
৬) ব্যাংকের পাসবুক
৭) নতুন কোর্সে ভর্তির রশিদ
উপরের ডকুমেন্টস গুলি কে স্ক্যান করে PDF File করে Upload করতে হবে। এবং ডকুমেন্টস গুলির সাইজ 400 KB -এর বেশি হওয়া চলবে না।
◉ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 :: Swami Vivekananda Scholarship last date 2022
প্রতিবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ October মাসে আবেদন শুরু হয় কিন্তু এই বছর আগেই আবেদন শুরু হওয়ায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ Last date (2022) হল ফেব্রুয়ারি, ২০২৩।
◉ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর- ১৮০০১০২৮০১৪, বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডি- helpdesk.svmcmwb@gov.in
◉ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 :: Apply Link
◉ Official Notice :: Download Now
No comments:
Post a Comment