Breaking

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF | পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান pdf
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF 
সুপ্রিয় বন্ধুরা, 
আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF টি শেয়ার করছি । যেটির মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য এর নাম, সাল ও কোথায় অবস্থিত এগুলি সব থাকবে । এই টপিক টি আসন্ন কলকাতা পুলিশ পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষন সাহায্য করবে । কারন প্রায়ই পরিক্ষায় জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে প্রশ্ন আসে । যেমন - পশ্চিমবঙ্গের দুটি জাতীয় উদ্যানের নাম কি ? বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ? পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কয়টি ? পশ্চিমবঙ্গের অভয়ারণ্য সংখ্যা কয়টি ?  

সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF টি বিনামূল্যে সংগ্রহ করুন ।  

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান

জাতীয় উদ্যানসালজেলা
সুন্দরবন জাতীয় উদ্যান১৯৮৪দক্ষিণ ২৪ পরগনা
সিঙ্গালীলা জাতীয় উদ্যান১৯৯২দার্জিলিং
বক্সা জাতীয় উদ্যান১৯৯২আলিপুরদুয়ার
গোরুমারা জাতীয় উদ্যান১৯৯৪জলপাইগুড়ি
জলদাপাড়া জাতীয় উদ্যান২০১২আলিপুরদুয়ার
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান১৯৮৬দার্জিলিং

পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য

বন্যপ্রাণী অভয়ারণ্যসালজেলা
সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬দক্ষিণ ২৪ পরগনা
হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬দক্ষিণ ২৪ পরগনা
মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬দার্জিলিং
সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬দার্জিলিং
লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬দক্ষিণ ২৪ পরগনা
চাপরামারী বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৬জলপাইগুড়ি
বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৭৭বীরভুম
বেথুয়াডহরী বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮০নদিয়া
বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮০দক্ষিণ ২৪ পরগনা
রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮১বর্ধমান
চিন্তামনি কর পাখিরালয়১৯৮২কলকাতা
রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮৫উত্তর দিনাজপুর
জোড়পোখরী বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮৫দার্জিলিং
বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৮৬আলিপুরদুয়ার
পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য২০১৩দক্ষিণ ২৪ পরগনা
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF 
File Language :- Bengali
File Size :-  658 KB
No. of Pages :- 02

No comments:

Post a Comment

×close ad