পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF টি শেয়ার করছি । যেটির মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য এর নাম, সাল ও কোথায় অবস্থিত এগুলি সব থাকবে । এই টপিক টি আসন্ন কলকাতা পুলিশ পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষন সাহায্য করবে । কারন প্রায়ই পরিক্ষায় জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে প্রশ্ন আসে । যেমন - পশ্চিমবঙ্গের দুটি জাতীয় উদ্যানের নাম কি ? বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ? পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কয়টি ? পশ্চিমবঙ্গের অভয়ারণ্য সংখ্যা কয়টি ?
সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF টি বিনামূল্যে সংগ্রহ করুন ।
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান
জাতীয় উদ্যান | সাল | জেলা |
---|---|---|
সুন্দরবন জাতীয় উদ্যান | ১৯৮৪ | দক্ষিণ ২৪ পরগনা |
সিঙ্গালীলা জাতীয় উদ্যান | ১৯৯২ | দার্জিলিং |
বক্সা জাতীয় উদ্যান | ১৯৯২ | আলিপুরদুয়ার |
গোরুমারা জাতীয় উদ্যান | ১৯৯৪ | জলপাইগুড়ি |
জলদাপাড়া জাতীয় উদ্যান | ২০১২ | আলিপুরদুয়ার |
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান | ১৯৮৬ | দার্জিলিং |
পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য
বন্যপ্রাণী অভয়ারণ্য | সাল | জেলা |
---|---|---|
সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | দক্ষিণ ২৪ পরগনা |
হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | দক্ষিণ ২৪ পরগনা |
মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | দার্জিলিং |
সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | দার্জিলিং |
লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | দক্ষিণ ২৪ পরগনা |
চাপরামারী বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | জলপাইগুড়ি |
বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৭ | বীরভুম |
বেথুয়াডহরী বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮০ | নদিয়া |
বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮০ | দক্ষিণ ২৪ পরগনা |
রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮১ | বর্ধমান |
চিন্তামনি কর পাখিরালয় | ১৯৮২ | কলকাতা |
রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮৫ | উত্তর দিনাজপুর |
জোড়পোখরী বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮৫ | দার্জিলিং |
বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮৬ | আলিপুরদুয়ার |
পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য | ২০১৩ | দক্ষিণ ২৪ পরগনা |
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF
File Language :- Bengali
File Size :- 658 KB
No. of Pages :- 02
No comments:
Post a Comment