Breaking

ANM & GNM Practice Set pdf in Bengali | ANM & GNM Nursing প্র্যাকটিস সেট 2 PDF

ANM & GNM Practice Set pdf in Bengali | ANM & GNM Nursing প্র্যাকটিস সেট 2 PDF
ANM & GNM Practice Set pdf in Bengali | ANM & GNM Nursing প্র্যাকটিস সেট 2 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ WBJEEB ANM & GNM Practice Set in Bengali PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে Nursing সিলেবাস অনুযায়ী জীবনবিজ্ঞান = ৫০, ভৌতবিজ্ঞান = ২৫, ইংলিশ = ১৫, গণিত = ১০, সাধারণ জ্ঞান = ১০, রিজনিং = ০৫ মোট ১১৫ নম্বরের প্রশ্ন সুন্দরভাবে দেওয়া রয়েছে । যেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করলে  ANM & GNM ফাইনাল পরিক্ষায় ভালো ফল করতে পারবে । 

সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে ANM & GNM প্র্যাকটিস সেট PDF টি Download করে নিন। 
▣ WBJEE ANM & GNM Practice Set in Bengali ▣

➤ ANM & GNM Nursing Set :: Life Science
01. শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি?
🄰 জৈব অ্যাসিড
🄱 অ্যামাইনো অ্যাসিড 
🄲 গ্লুকোজ  
🄳 ফ্যাটি অ্যাসিড 

02. স্বর্ণলতা কিরকমের উদ্ভিদ?
🄰 বিয়োজক
🄱 পরজীবী  
🄲 স্বভোজী
🄳 মৃতজীবী 

03. 'Philosophic Zoologique' গ্রন্থের রচয়িতা হলেন?
🄰 হেকেল
🄱 ডারউইন 
🄲 ল্যামার্ক   
🄳 ভাইসম্যান 

04. বীজবিহীন ফল উৎপাদনে সহায়তা করে?
🄰 অক্সিন  
🄱 থাইরক্সিন
🄲 জিব্বেরেলিন
🄳 কাইনিন

05. যে হরমোন BMR বৃদ্ধি করে?
🄰 ইনসুলিন
🄱 অ্যাড্রিনালিন
🄲 থাইরক্সিন  
🄳 STH

06. 'বন্দীপুর' অভয়ারণ্য কোথায় অবস্থিত?
🄰 গুজরাট
🄱 রাজস্থান
🄲 ওড়িশা
🄳 কর্ণাটক  

07. নীচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোজোম?
🄰 XY
🄱 XX  
🄲 YY
🄳 কোনোটিই নয় 

08. 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন'- কার মতবাদ?
🄰 মেন্ডেল
🄱 ল্যামার্ক  
🄲 ডারউইন
🄳 ভাইসম্যান

09. নভেল করোনা ভাইরাস
🄰 DNA যুক্ত ভাইরাস
🄱 RNA যুক্ত ভাইরাস  
🄲 DNA ও RNA যুক্ত ভাইরাস
🄳 কোনটি সঠিক নয়

10. ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে?
🄰 ভিটামিন C
🄱 ভিটামিন A
🄲 ভিটামিন D
🄳 ভিটামিন E  

➤ ANM & GNM Nursing Set :: Physical Science
01. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?
🄰 নাইট্রাস অক্সাইড   
🄱 বেরিয়াম ক্লোরাইড
🄲 হাইড্রোজেন সালফাইট
🄳 ফসফিন

02. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস টির নাম কি ?
🄰 নিওন
🄱 আর্গন 
🄲 ক্রিপ্টন
🄳 হিলিয়াম   

03. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?
🄰 ক্যালশিয়াম কার্বনেট
🄱 ক্যালশিয়াম হাইপোক্লোরাইড   
🄲 ক্যালসিয়াম ফসফেট
🄳 ক্যালসিয়াম সায়ানামাইড 

04. মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কর্তা কে ?
🄰 জেড জেনসেন   
🄱 চার্লস হুইটস্টোন
🄲 গ্যালিলিও
🄳 জে. এল. বেয়ার্ড 

05. ঘড়ির কাঁটার গতি কেমন গতি?
🄰 রৈখিক গতি
🄱 চলন গতি
🄲 ঘূর্ণন গতি   
🄳 স্পন্দন গতি

➤ ANM & GNM Nursing Set :: English 

01. Sourav Ganguly played __ cricket.
🄰 the
🄱 a
🄲 an
🄳 none   

02. Newspapers __ us authentic news.
🄰 give   
🄱 gives
🄲 gave
🄳 are giving

03. Kolkata is the __ city in India.
🄰 smallest
🄱 crowdest   
🄲 biggest
🄳 fastest

04. Hand to mouth
🄰 keep off
🄱 precariously   
🄲 to be fully occupied
🄳 under one's care

05. Let me do this. [Voice Change]
🄰 Let this be done by me.   
🄱 Let us do this.
🄲 Let I do this.
🄳 This is to be done by me.

➤ ANM & GNM Nursing Set :: General Knowledge 
 01. 'স্বত্ববিলোপ নীতি' প্রবর্তন করেন
🄰 লর্ড ডালহৌসি   
🄱 লর্ড ময়রা
🄲 লর্ড হেস্টিংস
🄳 লর্ড বেন্টিঙ্ক

02. 'বর্তমান ভারত' গ্রন্থটির রচিয়তা কে ?
🄰 স্বামী বিবেকানন্দ   
🄱 ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
🄲 রামমোহন রায়
🄳 কেশব চন্দ্র সেন

03. 'কেশরী' পত্রিকার সম্পাদক ছিলেন
🄰 লালা লাজপত রায়
🄱 বালগঙ্গাধর তিলক   
🄲 জ্যোতিবা ফুলে
🄳 চিত্তরঞ্জন দাস

04. BCCI- এর বর্তমান সভাপতি কে ?
🄰 সৌরভ গঙ্গোপাধ্যায়   
🄱 অনুরাগ ঠাকুর
🄲 শরদ পাওয়ার
🄳 শোচীন তেন্দুলকার

05. 'মোহিনীয়াট্টম ' কোন প্রদেশের নৃত্যশৈলী ?
🄰 মনিপুর
🄱 কেরল   
🄲 কর্ণাটক
🄳 তামিলনাড়ু

➤ ANM & GNM Nursing Set :: Mathematics
01. কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1260 কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
🄰 35   
🄱 30
🄲 40
🄳 45

02. এক ব্যক্তি 9 কিমি/ঘণ্টা বেগে 18 কিমি দূরবর্তী কোনো স্থানে যান। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে, সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে ?
🄰 3½ ঘন্টা
🄱 3¹/₁₂
🄲 3⁵/₁₂   
🄳 3⁷/₁₂

03. 45 জন ছেলেমেয়ের মধ্যে 39 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হল যাতে প্রত্যেক ছেলে 1 টাকা ও প্রত্যেক মেয়ে 50 পয়সা করে পেল। কতজন ছেলে ছিল ?
🄰 12
🄱 33   
🄲 10
🄳 30

04. সমগ্র পৃথিবীতে জলভাগ এবং স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3 । উত্তর গোলার্ধে ওই অনুপাত 6:5 হলে, দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত কত হবে ?
🄰 46:31   
🄱 42:31
🄲 47:31
🄳 46:37

05. কোনটি ক্ষুদ্রতম 0.4, 0.41, (0.4)², √4
🄰 0.4
🄱 0.41
🄲 (0.4)²   
🄳 √4

➤ ANM & GNM Nursing Set :: Reasoning
01. সিরিজ সম্পূর্ণ করো : 5, 29, 143, 569, ?
🄰 775
🄱 665
🄲 997
🄳 1703   

02. কমলালেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, মধু যদি কমলালেবু হয়, তবে কাপড়-জামা ধুতে কি ব্যবহার করা হয় ?
🄰 কমলালেবু
🄱 কালি    
🄲 মধু
🄳 মাখন

03. ছবিতে একজনের দিকে লক্ষ্য করে সুবীর তার বন্ধুকে বললো - মেয়েটি হল আমার বাবার স্ত্রীর একমাত্র পুত্রের কন্যা, তবে মেয়েটি সুবীরের কে হয়?
🄰 বোন
🄱 পিসি
🄲 কাকী
🄳 কন্যা   

04. শ্রেণীকক্ষে বিজয়ের স্থান প্রথম থেকে 20 তম এবং শেষ থেকে 10 তম, শ্রেণীটি তে মোট কতজন ছাত্রছাত্রী আছে ?
🄰 30
🄱 29    
🄲 31
🄳 28

05. বিবৃতি : কিছু শিক্ষক হল যুবক, কোনো যুবক কবি নয় || সিদ্ধান্ত : I. কিছু শিক্ষক কবি নয় II. কিছু কবি শিক্ষক নয়
🄰 শুধু (I) সঠিক   
🄱 শুধু (II) সঠিক
🄲 I ও II দুটোই সঠিক
🄳 কোনটি সঠিক নয়

File Details :-
File Name :- ANM & GNM প্র্যাকটিস সেট 02 PDF
File Language :- Bengali
File Size :- 1.5 MB
No. of Pages :- 14


Related Search : WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF, ANM & GNM প্র্যাকটিস সেট PDF,  WBJEE Nursing Practice Set in Bengali, GNM Practice Set in Bengali PDF, ANM Practice Set in Bengali PDF, Nursing Practice Set in Bengali PDF 2022, anm gnm practice set pdf in bengali

No comments:

Post a Comment

×close ad