ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF || Historical Inscriptions of India
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF || Historical Inscriptions of India |
আজ শেয়ার করছি ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF টি । যেটিতে প্রাচীন ভারতের শিলালিপি ও প্রশস্তি এর সুন্দর একটি তালিকা আছে । আমরা বিগত বিভিন্ন পরিক্ষায় লক্ষ্য করেছি যে ইতিহাসের এই শিলা লিপি, স্তম্ভলিপি এবং প্রশস্তি তালিকা থেকে প্রায়ই প্রশ্ন এসেছে। যেমন : হাতিগুম্ফা লিপি কার ? দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন ? তাই ইতিহাসের এই গুরুত্বপূর্ণ টপিক টি আগত পরিক্ষার জন্যই খুবই উপযোগী ।
সুতরাং আর সময় নষ্ট না করে অফলাইনে পড়ার জন্য নীচ থেকে ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF টি ডাউনলোড করে নাও ।
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF
লিপি ও প্রশস্তির নাম | যার সম্বন্ধে জানা যায় |
---|---|
এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্ত |
নাসিক লিপি | গৌতমীপুত্র সাতকর্ণী |
ভিতারী স্তম্ভলিপি | স্কন্দগুপ্ত |
খালিমপুর তাম্রলিপি | ধর্মপাল |
নানাঘাট লিপি | প্রথম সাতকর্ণী |
মহরৌলি লৌহস্তম্ভ লিপি | চন্দ্রগুপ্ত |
আইহোল প্রশস্তি | দ্বিতীয় পুলকেশী |
গোয়ালিয়র প্রশস্তি | প্রথম ভোজরাজ |
সম্পত লিপি | কণিষ্ক |
গঞ্জাম লিপি | শশাঙ্ক |
এরান লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
দেওপারা প্রশস্তি | বিজয় সেন |
ব্রাহ্মী লিপি | অশোক |
কৌশম্বি লিপি | অশোক |
কলিঙ্গ লিপি | অশোক |
জুনাগড় লিপি | রুদ্রদামন |
মান্দাসোর প্রশস্তি | যশোবর্ধন |
হাতিগুম্ফা লিপি | কলিঙ্গরাজ খারবেল |
তাঞ্জোর লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
তিরুমালাই লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
কাসাক্কুদি প্রশস্তি | মহেন্দ্র বর্মন |
হরহ লিপি | ঈশান বর্মা |
File Details :-
File Name :- ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 02
No comments:
Post a Comment