Breaking

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF || Historical Inscriptions of India

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF || Historical Inscriptions of India
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF || Historical Inscriptions of India

আজ শেয়ার করছি ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF টি । যেটিতে প্রাচীন ভারতের শিলালিপি ও প্রশস্তি এর সুন্দর একটি তালিকা আছে । আমরা বিগত বিভিন্ন পরিক্ষায় লক্ষ্য করেছি যে ইতিহাসের এই শিলা লিপি, স্তম্ভলিপি এবং প্রশস্তি তালিকা থেকে প্রায়ই প্রশ্ন এসেছে। যেমন : হাতিগুম্ফা লিপি কার ? দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন ? তাই ইতিহাসের এই গুরুত্বপূর্ণ টপিক টি আগত পরিক্ষার জন্যই খুবই উপযোগী । 

সুতরাং আর সময় নষ্ট না করে অফলাইনে পড়ার জন্য নীচ থেকে ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF টি ডাউনলোড করে নাও । 

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF

লিপি ও প্রশস্তির নাম যার সম্বন্ধে জানা যায়
এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত
নাসিক লিপি গৌতমীপুত্র সাতকর্ণী
ভিতারী স্তম্ভলিপি স্কন্দগুপ্ত
খালিমপুর তাম্রলিপি ধর্মপাল
নানাঘাট লিপি প্রথম সাতকর্ণী
মহরৌলি লৌহস্তম্ভ লিপি চন্দ্রগুপ্ত
আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী
গোয়ালিয়র প্রশস্তি প্রথম ভোজরাজ
সম্পত লিপি কণিষ্ক
গঞ্জাম লিপি শশাঙ্ক
এরান লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত
দেওপারা প্রশস্তি বিজয় সেন
ব্রাহ্মী লিপি অশোক
কৌশম্বি লিপি অশোক
কলিঙ্গ লিপি অশোক
জুনাগড় লিপি রুদ্রদামন
মান্দাসোর প্রশস্তি যশোবর্ধন
হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেল
তাঞ্জোর লিপি প্রথম রাজেন্দ্র চোল
তিরুমালাই লিপি প্রথম রাজেন্দ্র চোল
কাসাক্কুদি প্রশস্তি মহেন্দ্র বর্মন
হরহ লিপি ঈশান বর্মা
এখানে সম্পুর্ণ তালিকা টি নেই... নীচের লিংক থেকে PDFটি ডাউনলোড করে নিন । 
File Details :-
File Name :- ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF
File Language :- Bengali
File Size :-  0.5 MB
No. of Pages :- 02

No comments:

Post a Comment

×close ad