ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF |
আজ শেয়ার করবো ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF । এই PDF টিতে বিখ্যাত মনীষী বা ব্যক্তিদের সমাধীস্থল এর তালিকা সুন্দর ভাবে দেওয়া আছে । এবং এই টপিক থেকে বিগত বিভিন্ন পরিক্ষায় প্রশ্ন এসেছে । যেমন : শান্তিবন কার সমাধিস্থল ? বিজয় ঘাট কার সমাধিস্থল ছিল ? ইত্যাদি
সুতরাং আর সময় নষ্ট করে নীচ থেকে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF টি ডাউনলোড করে নাও ।
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF
ব্যক্তির নাম | সমাধীস্থল |
---|---|
মহাত্মা গান্ধী | রাজঘাট |
এ.পি.জে আব্দুল কালাম | রামেশ্বরম |
বি. আর. আম্বেদকর | চৈত্যভূমি |
ড. রাজেন্দ্র প্রসাদ | মহাপ্রয়ান ঘাট |
জওহরলাল নেহেরু | শান্তিবন |
লাল বাহাদুর শাস্ত্রী | বিজয় ঘাট |
রাজীব গান্ধী | বীরভূমি |
অটল বিহারী বাজপেয়ী | স্মৃতিস্থল |
মোরারজী দেশাই | অভয় ঘাট |
ইন্দিরা গান্ধী | শক্তিস্থল |
জাহাঙ্গীর | লাহোর |
চরণ সিং | কিষান ঘাট |
আলেকজান্ডার | মিশর |
শেরশাহ | সাসারাম |
বাবর | কাবুল |
আকবর | সেকেন্দ্রা |
আর. কে. নারায়ণ | উদয়্ভূমি |
জগজীবন রাম | সমতাস্থল |
রবীন্দ্রনাথ ঠাকুর | নিমতলা ঘাট |
রাজা রামমোহন রায় | বিস্টল |
শাহজাহান ও মমতাজ | তাজমহল |
File Details :-
File Name :- ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 02
No comments:
Post a Comment